লন্ডন: বিজয় মাল্য ও নীরব মোদিকে দ্রুত ফেরৎ পাঠানোর জন্য ফের দাবি জানাল ভারত। ব্রিটিশ স্বরাষ্ট্রসচিব প্রীতি পটেলের সঙ্গে বৈঠকে যে দাবি রাখেন দেশের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।


ইউরোপ সফরের শেষ দফায় ব্রিটেনের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বিদেশ সচিব। যে বৈঠকে ছিলেন ব্রিটেনের বিদেশমন্ত্রী তারিক আহমেদও। সেখানে শ্রিংলা জানান, বিজয় মাল্যকে দ্রুত ভারতে ফেরৎ পাঠানোর বন্দোবস্ত করুন। একই বক্তব্য নীরব মোদির ক্ষেত্রেও।

ব্যাঙ্কে ঋণ খেলাপির দায়ে ভারতে ওয়ান্টেড তালিকভুক্ত বিজয় মাল্য। বর্তমানে দেউলিয়া হয়ে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের জন্য রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্ক থেকে টাকা নিয়েছিলেন মাল্য। যা তিনি ফেরৎ দেননি। হিরে ব্যবসায়ী নীরব মোদিও অভিযুক্ত একই কারণে।

বর্তমানে জামিনে মুক্ত মাল্য ব্রিটেনের এক কোর্টে অপ্রকাশিত এক মামলায় লড়ছেন। যেটার মীমাংসা দ্রুত হলেই তাঁকে ভারতে পাঠানো হবে বলে ইঙ্গিত ব্রিটেনের মন্ত্রীদের সূত্রে। তবে মাল্য আগেই জানিয়েছিলেন, তিনি ভারতে ফিরতে প্রস্তুত। যদিও নীরব মোদি আপাতত ব্রিটেনের আদালতে প্রত্যাপর্ণের বিরোধীতা করে মামলা লড়ছেন।

মাল্য-মোদি ইস্যু ছাড়াও ব্রিটেনে ও ভারতের করোনা ভ্যাক্সিন সংক্রান্ত পার্টনারশিপ, পরিবেশ নিয়ে দু-দেশের যৌথ পদক্ষেপ নিয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি  ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের আগামী বছরে সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রাথমিক পর্বের আলোচনা হয়েছে।