দুবাই: দুবাইয়ের দোকান থেকে ৮৬টি দামী ঘড়ি চুরি করার অভিযোগে আটক করা হল এক ভারতীয় সাফাইকর্মীকে। সে চোরাই ঘড়িগুলি এক পাকিস্তানিকে বিক্রি করেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। চোরাই ঘড়ি রাখার দায়ে অভিযুক্ত পাকিস্তানি ও তার তুতো ভাইয়ের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তারা দু’জনই পলাতক।
ওই দোকানের মালিক জানিয়েছেন, ‘আমার একাধিক ঘড়ি ও গয়নার দোকান আছে। গত বছরের ২৫ ডিসেম্বর আমি একটি দোকানে যাওয়ার পর এক ভারতীয় কর্মী জানান, জঞ্জাল ফেলার জায়গায় ৩০,০০০ দিরহাম মূল্যের একটি ঘড়ি পাওয়া গিয়েছে। বাক্সর মধ্যেই ছিল ঘড়িটি। তারপর আমি দোকানের সিসিটিভি ফুটেজে দেখতে পাই, ওই সাফাইকর্মী ঘড়ি নিয়ে জঞ্জাল ফেলার জায়গায় রেখে দিয়েছে। পরে কোনও সময় সুযোগ বুঝে ঘড়িটি নিয়ে বাইরে চলে যাওয়াই ওর লক্ষ্য ছিল। এরপর আমি যখন ওই সাফাইকর্মীর দাদার সামনেই ওকে জেরা করি, তখন ও স্বীকার করে, ২,৫০,০০০ দিরহাম ও ২,৭০,০০০ দিরহামের দু’টি ঘড়ি চুরি করে এক পাকিস্তানিকে বিক্রি করে দিয়েছে। প্রথম ঘড়িটি বিক্রি করে ১০,০০০ দিরহাম পেলেও, দ্বিতীয় ঘড়িটি বিক্রির টাকা পায়নি। আমি ৬ জানুয়ারি পুলিশে অভিযোগ দায়ের করি।’
তদন্তকারীরা জানিয়েছেন, আদালতে শুনানির সময় চুরির কথা স্বীকার করেছে ওই সাফাইকর্মী। সে বেশ কিছুদিন ধরেই দোকানে কাজ করার ফাঁকে দামী ঘড়ি চুরি করছিল বলে জানা গিয়েছে।
দুবাইয়ের দোকান থেকে ঘড়ি চুরি করে পাকিস্তানিকে বিক্রির অভিযোগ, ধৃত ভারতীয় সাফাইকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2020 09:47 PM (IST)
তদন্তকারীরা জানিয়েছেন, আদালতে শুনানির সময় চুরির কথা স্বীকার করেছে ওই সাফাইকর্মী।
ফাইল ছবি
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -