জাকার্তা: একে করোনায় রক্ষে নেই, তার ওপর আবার ভূত! রাত নামলেই সাদা কাপড় জড়ানো ‘ভূত’ গ্রামের রাস্তায় টহল দিচ্ছে। যেখানেই একসঙ্গে একাধিক মানুষের সমাগম সেখানেই হানা দিচ্ছে ‘করোনা ভূত’। দিন কয়েক এই ‘করোনা ভূতের’ ভয়েই ইন্দোনেশিয়ার জাভা আইল্যান্ডের একটি গোটা গ্রাম ঘরবন্দি হয়ে রয়েছে। বাচ্চা থেকে বুড়ো, করোনা ভূতের ভয়ে থরহরিকম্প সবাই।


প্রসঙ্গত নভেল করোনায় ইন্দোনেশিয়ায় এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৫৭। মৃত্যু হয়েছে ৩৯৯ জনের। আক্রান্তদের মধ্যে ৩৮০ জন করোনা মুক্ত হয়েছেন। বিশ্বের অনেক দেশের মতো এখানেই ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট লকডাউনের ঘোষণা করেছেন। নাগরিকদের নানাভাবে সচেতন করার চেষ্টাও করেছে সরকার। দেশবাসীকে গৃহবন্দি করে রাখতে সর্বোতভাবে চেষ্টা করেও কোথাও কোথাও বিফলও হচ্ছে তারা। যেখানে মানুষ সচেতন হচ্ছে না, অকারণ জটলা করছে, আড্ডা দিচ্ছে, জমায়েত করছে সেখানে এবার অভিনব পন্থা নিল ইন্দোনেশিয়ার গ্রাম কেপু।


সেই গ্রামে পুলিশ প্রশাসনের সঙ্গে পরামর্শ করে কিছু যুবকের উদ্যোগে মানুষকে ভূতের ভয় দেখিয়ে গৃহবন্দি করার চেষ্টা চলছে। মিলেছে সুফলও। গ্রামের যুবকদেরই সাদা কাপড় পরিয়ে ভূত সাজিয়ে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। সঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছে গোটা গ্রামে করোনা ভূত ঘুরে বেড়াচ্ছে।


যদিও প্রথমে ভয় তো দূরের কথা উল্টে ‘করোনা ভূত’ দেখতেই সবাই বেড়িয়ে পড়ছিল। তারপর নিজেদের কৌশলে কিছুটা পরিবর্তন ঘটিয়ে এবার ঝটিকা সফর করছে ‘করোনা ভূতেরা’। এতে সুফল পাওয়া যাচ্ছে।