একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আইএস জঙ্গিদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, ‘প্রকাশ্যে হাঁচি-কাশি এড়িয়ে চলতে হবে। হাঁচি-কাশির সময় নাক-মুখ ঢেকে রাখতে হবে। মাঝরাতেও যদি ঘুম থেকে উঠতে হয়, তখনও হাত ধুতে হবে। মানুষ যেমন সিংহ দেখলে পালায়, ঠিক তেমনভাবেই করোনা আক্রান্তদের কাছ থেকে দূরে সরে যেতে হবে।’ বিশ্বের বিভিন্ন দেশের মতো আরব দুনিয়াতেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ইরাকে এখনও পর্যন্ত সরকারিভাবে আক্রান্ত ৭৯। সংক্রমণের আশঙ্কা সবাইকেই তটস্থ করে রেখেছে। আইএস-ও ব্যতিক্রম নয়। করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে এমন দেশগুলিতে যাওয়া চলবে না, সবসময় হাত ধুতে হবে, জঙ্গিদের নির্দেশিকা আইএস-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Mar 2020 02:23 PM (IST)
বিশ্বের বিভিন্ন দেশের মতো আরব দুনিয়াতেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।
লন্ডন: ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী সারা বিশ্বের ত্রাস হলেও, এবার তাদেরই পেয়ে বসেছে করোনা ভাইরাসের আতঙ্ক। সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য জঙ্গিদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে আইএস। এই নির্দেশিকায় বলা হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, এমন দেশগুলিতে যাওয়া চলবে না, আক্রান্ত ব্যক্তির কাছাকাছি যাওয়া চলবে না, সবসময় ভাল করে হাত ধুতে হবে। একইসঙ্গে অবশ্য বলা হয়েছে, ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে। কোনও কারণ আছে বলেই এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ঈশ্বর যাকে বেছে নেবেন, সে-ই এই ভাইরাসে আক্রান্ত হবে।