সাংহাই: করোনা মোকিবলায়া আমেরিকাকে সাহায্য আলিবাবা-র। ৫ লক্ষ করোনা টেস্টিং কিট এবং ১ মিলিয়ন মাস্ক বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাল আলিবাবা গোষ্ঠী। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, ইতালি, ইরান এবং স্পেনে করোনা পরীক্ষার কিট ও মাস্ক পাঠাবে জ্যাক মায়ের এই ই-কমার্স সংস্থা।
আজই ট্যুইটারে এসেছেন জ্যাক মা। আর প্রথম ট্যুইটেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল তিনি। ‘সাংহাই থেকে প্রথমবার করোনা পরীক্ষার কিট ও মাস্ক আমেরিকায় পাঠানো হচ্ছে। বন্ধু আমেরিকাকে অল দ্য বেস্ট জানাচ্ছি।’
জ্যাক মা-র এই ট্যুইট ইতিমধ্যেই ৪ হাজারের ওপরে রিট্যুইট হয়েছে। ৯ হাজার কমেন্ট সহ হাজার হাজার ট্যুইটার ব্যবহারকারি এই ট্যুইট লাইক করেছেন। ১২ ঘণ্টার মধ্যেই প্রায় এক লক্ষ ট্যুইটার ফলোয়ারও হয়ে গিয়েছে জ্যাক মা-র।