মুম্বই: মার্কিন মুলুকের নতুন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভারতের যোগাযোগ জেনে গিয়েছেন সকলেই। অশ্বেতাঙ্গ কোনও মহিলাকে প্রথমবার ভাইস প্রেসিডেন্ট বেছে নিয়েছে মার্কিন মুলুক। তাঁর সঙ্গে ভারতের যোগ থাকায় অনেকেরই বাড়তি উচ্ছ্বাসও কাজ করছে। এবার সামনে এল প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেনের ভারতযোগও।


মুম্বইতে থাকেন বাইডেনের আত্মীয়রা। যদিও তারা বেশ দূরসম্পর্কের। তবে মুম্বইয়ের বাইডেনদের খোঁজ সবার সামনে এনেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট নিজেই। ১৯৭২ সালে সবথেকে অল্প বয়সে প্রথমবার সেনেটর হয়েছিলেন ২৯ বছরের জো বাইডেন। তখন তিনি হঠাৎই এক চিঠি পান তৎকালীন বোম্বে থেকে। মুম্বইয়ের বাইডেনরা তাঁকে শুভেচ্ছা জানান।

যোগাযোগ পুনরুদ্ধারের ইচ্ছা থাকলেও দীর্ঘদিন ব্যস্ততার জেরে তেমনটা করতে পারেননি বাইডেন। যদিও ২০১৩ সালে তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর প্রথম ভারত সফরে এসে জনসমক্ষে জানান মুম্বইয়ের বাইডেনদের কথা। বোম্বে স্টক এক্সচেঞ্জে বক্তব্য রাখতে গিয়ে জনসমক্ষে আবেদনও রাখেন তাঁর দূরসম্পর্কের আত্মীয়দের খুঁজে দিতে সাহায্য করতে।

ভারতের সঙ্গে যোগসূত্র থাকা যে কোনও সেনেটরের সঙ্গে ঘরোয়া আলোচনাতেও বারবার মুম্বইয়ের বাইডেনদের কথা জানান তিনি। পরে ওয়াশিংটনে বক্তব্য রাখার মাঝে জো বাইডেন বলেছিলেন, ‘আমার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ ছিলেন ইস্ট ইন্ডিয়া টি কোম্পানির নাবিক। তিনি ভারতে এসেছিলেন। ভারতীয় এক মহিলাকে বিবাহ করে এখানে সংসারও করেছিলেন। দুঃখ এটাই মুম্বইয়ের বাইডেনদের খোঁজ পেলেও তাদের সঙ্গে যোগাযোগটা আর করে ওঠা হয়নি।' তবে ভারতীয়দের সঙ্গে তাঁর যোগসূত্রটা যে জোরদার, হাসিমুখে সেটা দাবি করতেও ভোলেননি বাইডেন।