নয়াদিল্লি: ইংল্যান্ড ও রাজস্থান রয়্যালসের পেসার জোফ্রা আর্চার কি ৬ বছর আগেই জানতেন, মার্কিন প্রেসিডেন্ট হবেন জো বাইডেন! ২০১৪ সালের ৪ অক্টোবর তাঁর করা একটি ট্যুইট ঘিরে এই জল্পনাই তৈরি হয়েছে। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে নতুন করে আর্চারের পুরনো সেই ট্যুইট প্রকাশ্যে আনা হয়েছে। সেই ট্যুইটে আর্চার লিখেছিলেন ‘জো’। সোশ্যাল মিডিয়ায় এই ট্যুইট ভাইরাল। অনেকেই মজার ছলে আর্চারকে তাঁদের ভাগ্য গণনা করার অনুরোধ জানাচ্ছেন।

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। আইনি জটিলতা তৈরি না হলে তিনিই মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬-তম প্রেসিডেন্ট হতে চলেছেন। প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে চলেছেন কমলা হ্যারিস। সারা বিশ্ব থেকে বাইডেন ও কমলাকে অভিনন্দন জানানো হচ্ছে। ক্রীড়াজগতের তারকারাও ব্যতিক্রম নন। কিন্তু এরই মধ্যে আলাদা করে নজর কেড়েছে আর্চারের ৬ বছরের পুরনো ট্যুইট।

এবারের আইপিএল-এ ভাল পারফরম্যান্স দেখান আর্চার। তিনি ১৪ ম্যাচ খেলে ২০টি উইকেট নেন। তাঁর ইকনমি রেট ছিল ৬.৫৫। তবে রাজস্থান প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি।