বাইডেন-কমলার শপথে This Land Is Your Land গাইলেন লেডি গাগা, পারফর্ম জেনিফার লোপেজের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jan 2021 12:12 AM (IST)
লেডি গাগা তো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীর হয়ে প্রচারও করেন। রাষ্ট্রপতি নির্বাচনের একদিন আগে তাঁকে পেনসিলভেনিয়ায় বাইডেনের সঙ্গে দেখাও গিয়েছিল।
ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়ে নতুন যুগের সূচনার কথা বললেন জো বাইডেন। তাঁর পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস বললেন, দেশকে সেবা করতে তিনি তৈরি। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন তিনি। সেখানে গান গাইলেন লেডি গাগা। পারফর্ম করলেন জেনিফার লোপেজও। লেডি গাগার গলায় শোনা গেল আমেরিকার সবচেয়ে জনপ্রিয় লোকগান This Land Is Your Land এবার মার্কিন বিনোদন জগতের নামী মুখেরা অনেকেই বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্যে বিরোধিতা করে বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছিলেন। লেডি গাগা তো ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীর হয়ে প্রচারও করেন। রাষ্ট্রপতি নির্বাচনের একদিন আগে তাঁকে পেনসিলভেনিয়ায় বাইডেনের সঙ্গে দেখাও গিয়েছিল। প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে বাইডেনের গলায় ছিল আমেরিকাকে একতার সুতোয় বাঁধার সুর। মার্কিন সংবিধান রক্ষা করার শপথ নিলেন বাইডেন। বললেন, সংবিধান, আমাদের গণতন্ত্র রক্ষা করব। আমেরিকাকে সুরক্ষা দেব। আপনাদের সেবায় যা যা করছি, তা চলবে। ক্ষমতার কথা নয়, ভাবব সম্ভাবনার কথা। ব্যক্তিগত স্বার্থ, জনস্বার্থের কথাই মনে থাকবে। তিনি এও বলেন, মতপার্থক্য যেন মতবিরোধে না গড়ায়। আপনাদের কথা দিচ্ছি, শপথ নিচ্ছি যে, আমি আমেরিকার সকলের প্রেসিডেন্ট হব। প্রতিশ্রুতি দিচ্ছি, যারা আমায় ভোট দিয়েছেন, তাদের জন্যও যেমন লড়ব, সমানভাবে লড়ব তাদের জন্যও যারা আমায় ভোট দেননি। বাইডেনের কথায়, আজকের দিনটি আমেরিকার। গণতন্ত্রের দিন। ইতিহাস ও আশার দিন। আমেরিকাকে নতুন করে পরীক্ষা দিতে হয়েছে, আমেরিকা চ্যালেঞ্জ মোকাবিলায় মাথা তুলে দাঁড়িয়েছে। আমেরিকাকে একজোট করার প্রয়োজনীয়তার কথাও বলেন বাইডেন। বলেন, আমার আত্মা এতে মধ্য়ে আছে। নতুন শপথ নেওয়া প্রেসিডেন্ট আমেরিকার নাগরিকদের দেশের সামনে আসা অস্বাভাবিক চ্যালেঞ্জকে পেরতে একসঙ্গে হাত মেলানোর ডাক দেন। তিনি আরও বলেন, এই চ্যালেঞ্জগুলিকে অতিক্রম করতে, আমেরিকার আত্মাকে পুনরুজ্জীবিত করতে, আমেরিকার আগামীকালকে সুরক্ষিত রাখতে মুখের কথার চেয়ে বেশি আরও কিছু দরকার। গণতন্ত্রে যার সবচেয়ে বেশি অভাব, সেই একতার প্রয়োজন। শক্রদের বিরুদ্ধে লড়তে জোট বাঁধছি। ক্রোধ, অসন্তোষ, রাগ, ঘৃণা, উগ্রবাদ, আইনশৃঙ্খলাহীনতা, বেকারি, হিংসা, রোগ, অসুখ-বিসুখ, আশাহীনতা-এসবই আমাদের শত্রু। ঐক্য বজায় রাখতে পারলে আমরা বিরাট কিছু, জরুরি কাজগুলি করতে পারব।