লন্ডন: পৃথিবীর সর্বত্র মাস্কের আকাল। চেয়েও, টাকা দিয়েও তা অমিল। করোনা মোকাবিলায় যাঁরা একেবারে সামনে থেকে লড়াই করেছেন সেই সকল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কাছেই এখনও পর্যাপ্ত পরিমাণে তা পৌঁছন যায়নি। বিশ্বের অনেক দেশই এই পরিস্থিতিতে চিন থেকে মাস্ক আমদানি করেছে ঠিকই। কিন্তু চিনা মাস্কের গুণগত মান এতোই খারাপ যে, তা ব্যবহার করা যাচ্ছে না। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী সর্বত্রই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু বাজারে মাস্ক না পাওয়া গেলে কী হবে? অসহায় হয়ে শেষ পর্যন্ত কিনা মাস্ক চুরি করতে বাধ্য হল লন্ডনের বাসিন্দা ৩৪ বছরের যুবক লেরুন হুসেন!


ব্রিটিশ সংবাদ সংস্থা প্রকাশিত খবর অনুযায়ী দক্ষিণ লন্ডনের কিংস কলেজ হাসপাতালের সিকিউরিটি লেরুন হুসেন সার্জিক্যাল ফেস মাস্ক চুরি করে ধরা পড়ে এবং দোষী সাব্যস্ত হয়। ক্রয়ডন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার হুসনের ৩ মাসের কারাদণ্ডের শাস্তি দিয়েছে।