ওয়েলিংটন: করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে জারি করা হয়েছে লকডাউন। কিন্তু সেটা অমান্য করলেন খোদ নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ড. ডেভিড ক্লার্কই! তিনি পরিবারের লোকজনকে নিয়ে গাড়ি চালিয়ে বাড়ি থেকে ২০ কিমি দূরে সমুদ্রতীরে গেলেন। এর আগে গত সপ্তাহে তিনিই বাড়ি থেকে ২ কিমি দূরে মাউন্টেন বাইক রাইডে গিয়েছিলেন। এভাবে বারবার বাড়ির বাইরে যাওয়ায় ক্লার্কের ক্ষমতা খর্ব করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্দা আর্দার্ন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সাধারণ পরিস্থিতিতে আমি স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করতাম। তিনি যেটা করেছেন সেটা অন্যায়। এর কোনও অজুহাত নেই। কিন্তু এখন করোনা ভাইরাসের বিরুদ্ধে সবাই একত্রিত হয়ে লড়াই করছি। সেটাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এখন স্বাস্থ্যক্ষেত্রের কাজকর্মে কোনওরকম বিঘ্ন ঘটাতে পারব না। শুধু সেই কারণেই ড. ক্লার্ক আপাতত তাঁর পদে থাকছেন। তবে তিনি নিয়ম লঙ্ঘন করেছেন। তাঁকে এর মূল্য দিতে হবে।’

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী নিজের ভুল স্বীকার করে নিয়ে জানিয়েছেন, ‘আমরা যখন নিউজিল্যান্ডের বাসিন্দাদের ঐতিহাসিক আত্মত্যাগ করার কথা বলছি, তখন আমি তাঁদের হতাশ করেছি। আমি নির্বোধের মতো কাজ করেছি। লোকজন কেন আমার উপর রেগে যাবে, সেটা বুঝতে পারছি। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে শুধু নিয়ম মেনে চলাই নয়, নিউজিল্যান্ডের বাসিন্দাদের সামনে উদাহরণ হিসেবে নিজেকে তুলে ধরাও আমার দায়িত্ব। আমি প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিয়ে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছি।’

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও আরও কয়েকজন লকডাউন উপেক্ষা করে বাড়ির বাইরে গিয়েছেন। রাগবি খেলোয়াড় রিচি মাউঙ্গা একটি পার্কে গিয়ে আরও কয়েকজনের সঙ্গে খেলছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন।