পিয়ং ইয়ং: সারা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়লেও, উত্তর কোরিয়ায় নাকি এখনও পর্যন্ত সংক্রামিত হননি একজনও। এমনই দাবি সে দেশের সরকারের। যদিও এই দাবি সত্যি কি না, সেটা যাচাই করার কোনও উপায় নেই। কারণ, উত্তর কোরিয়ার খবর বাইরে আসে না।
আজ উত্তর কোরিয়ার স্বাস্থ্যবিধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিভাগের প্রধান পাক মিয়ং সু দাবি করেছেন, ‘সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত আমাদের দেশে কেউই করোনা ভাইরাসে আক্রান্ত হননি। এই ভাইরাস ছড়িয়ে পড়া শুরু হতেই আমরা কড়া ব্যবস্থা নিয়েছি। যারা বিদেশ থেকে এসেছে, তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আমরা সীমান্ত বন্ধ করে দিয়েছি। আকাশপথ ও জলপথ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এখনও এই কঠোর ব্যবস্থা জারি আছে। আমাদের দেশে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার জন্য আমাদের আরও ব্যবস্থা নিতে হবে।’
ফেব্রুয়ারির শেষদিকে পলিটব্যুরো বৈঠকে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন দাবি করেন, করোনা ভাইরাস রুখতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে নিয়মিত বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর প্রচারের পাশাপাশি নাগরিকদের সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হচ্ছে।
যদিও উত্তর কোরিয়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে কতটা সফল হবে, সে বিষয়ে আন্তর্জাতিক মহল সন্দিহান। কারণ, কিম যতই সাফল্যের কথা প্রচার করুন না কেন, তাঁর দেশের স্বাস্থ্যব্যবস্থা মোটেই উন্নত নয়। স্বাস্থ্যক্ষেত্রে খুব কম অর্থই ব্যয় করা হয়। ফলে উত্তর কোরিয়া সংক্রমণ কতটা সামাল দিতে পারবে, সে বিষয়ে সংশয় থেকেই যাচ্ছে।
একজন নাগরিকও করোনা ভাইরাসে আক্রান্ত হননি, দাবি উত্তর কোরিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Mar 2020 06:11 PM (IST)
যদিও উত্তর কোরিয়া করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে কতটা সফল হবে, সে বিষয়ে আন্তর্জাতিক মহল সন্দিহান।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -