অরল্যান্ডো: সারা বিশ্বে যখন করোনা ভাইরাসের প্রতিষেধক নিয়ে গবেষণা চলছে, তখন দেখা যাচ্ছে, ২,০০০ বছরের পুরনো একটি ওষুধ ব্যবহার করে আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। জার্নাল অফ আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষকরা জানিয়েছেন, গ্রিসের ১০৫ জন করোনা আক্রান্তের উপর গবেষণা চালানো হয়েছে। তাঁদের মধ্যে ৫৫ জনকে পরীক্ষামূলকভাবে কোলকিসিন নামে এই ওষুধ তিন সপ্তাহ ধরে রোজ দেওয়া হয়। করোনা আক্রান্তদের উপর অন্যান্য ওষুধের সঙ্গে এই ওষুধও প্রয়োগ করে দেখা গিয়েছে, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।

গবেষকরা জানিয়েছেন, গেঁটে বাতের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগ করা হয়। এবার সেটাই প্রয়োগ করা হল করোনার ক্ষেত্রে। যে ১০৫ জন করোনা আক্রান্তের উপর এই পরীক্ষা চালানো হয়েছে, তাঁদের মধ্যে ৫০ জনকে কোলকিসিন দেওয়া হয়নি। তাঁদের অবস্থার দ্রুত অবনতি হয়েছে। অন্যদিকে, যে রোগীদের এই ওষুধ দেওয়া হয়েছে, তাঁদের অবস্থার উন্নতি হয়েছে। তবে চিকিৎসকরা বলছেন, এত কম সংখ্যক রোগীর উপর চালানো এই পরীক্ষার ভিত্তিতে বলা যাবে না যে করোনা সারাতে ভাল কাজ দিচ্ছে কোলকিসিন। আরও অনেক পরীক্ষা দরকার।

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরের চিকিৎসক রাজীব বহল জানিয়েছেন, ‘একটি রিপোর্টে জানা গিয়েছে, যে রোগীদের হৃদযন্ত্রের অবস্থার অবনতি হচ্ছে, তাঁদের ক্ষেত্রে কোলকিসিন প্রয়োগ করা হয়েছে। এই ওষুধ ব্যবহার করে সেই রোগীদের অবস্থার উন্নতি হয়েছে। করোনার চিকিৎসায় আশা জাগাচ্ছে কোলকিসিন। তবে এখনই বলা যাবে না, করোনার চিকিৎসায় এই ওষুধ ব্যবহার করা যায়। ভবিষ্যেত এই ওষুধ নিয়ে আরও অনেক গবেষণা দরকার। তারপরেই নিশ্চিত হওয়া যাবে।’

চিকিৎসকরা জানিয়েছেন, গেঁটে বাতের চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই ব্যবহার করা হচ্ছে কোলকিসিন। এই ওষুধ খাওয়া সহজ। ইঞ্জেকশন বা অন্য কোনওভাবে এই ওষুধ দেওয়া হয় না। ফলে করোনা আক্রান্তদের সুবিধা হচ্ছে। তাঁরা এই ওষুধ খেয়ে সুস্থও হয়ে উঠছেন।