ওই ভিডিওতে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট চিকিৎসক বলছেন, ‘রোজ অন্তত চা চামচের চার ভাগের এক ভাগ কালো জিরে খান। যাঁদের ডায়াবেটিস নেই তাঁরা কালো জিরের সঙ্গে মধু মিশিয়ে নিতে পারেন। যাঁদের ডায়াবেটিস আছে তাঁরা জল বা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আমি রোজ কালো জিরে খাচ্ছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনারাও খেলে করোনা আপনাদের ধারেকাছেও ঘেঁষতে পারবে না।’
এই চিকিৎসকের আরও দাবি, ঠিকমতো খাওয়া-দাওয়া ও শরীরচর্চা করলে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকানো যাবে। তিনি নিজেই পাঞ্চ-কিক করে দেখিয়েও দেন। তিনি নিজেকে ফিট প্রমাণ করতে পারলেও, করোনা মোকাবিলায় কালোজিরের উপকারিতার বিষয়টি বৈজ্ঞানিকভাবে এখনও প্রমাণ হয়নি। ফলে এই চিকিৎসকের দাবি অসাড় বলেই মনে করছেন বিজ্ঞানীরা।