নয়াদিল্লি: আশঙ্কা ছিল কালো তালিকাভুক্ত হওয়ার। তবে এখনই এমনটা হওয়ার কোনও সম্ভাবনা নেই। আগামী বছরের ফেব্রুয়ারির পরও ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকাতেই থাকবে ইমরানের দেশ। পাকিস্তানকে এখনই ইরান ও উত্তর কোরিয়ার মতো কালো তালিকাভুক্ত করা হবে না বলেই সূত্রের খবর।
পাকিস্তানের বিরুদ্ধে লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীকে আর্থিক মদতের অভিযোগ রয়েছে। ভারতে সন্ত্রাসে মদতকারী এই সংস্থাগুলোকে আর্থিক সহয়াতার অভিযোগে এশিয়ার এই সংস্থার কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয় ইসলামাবাদকে। একটা সময় ওয়াকিবহল মহল মন করতে শুরু করে, পাকিস্তানকে বোধহয় কালো তালিকাভুক্ত করবে এফএটিএফ। এখনই এমন কিছু না হওয়ায় খানিক স্বস্তিতেই পাকিস্তান।
সে দেশের এক সংবাদমাধ্যমে পাক অর্থমন্ত্রী হামাদ আজহার নিজের প্রতিক্রিয়ায় জানান, পাকিস্তানের ঝুঁকিপূর্ণ প্রোফাইলের জন্যই অন্যান্য দেশের থেকে তাঁদের অনেকবেশি কঠিন পরস্থিতির সম্মুখীন হতে হয়েছে। অনেক ক্ষেত্রেই অনেক দেশ এফএটিএফের ‘অ্যাকশন প্ল্যান’-এর ৮০ শতাংশ কার্যকর থেকেই ধূসর তালিকা থেকে সরে এসেছে, কিন্তু পাকিস্তানকে ১০০ শতাংশই কার্যকর করার জন্য চাপ দেওয়া হচ্ছে, এমনই মন্তব্য ইমরানের মন্ত্রিসভার মন্ত্রী হামাদ আজহারের।