লাহৌর: পাকিস্তানে বেলাগাম করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়েছে। এরই মধ্যে ধর্মীয় জমায়েতের অনুমতি দিল পাক সরকার। শুক্রবার থেকে লাহৌরে তিনদিনের ধর্মীয় সভা শুরু হয়েছে। করোনা বিধি বজায় রেখেই এই জমায়েত হবে বলে সরকারের আশ্বাস।
পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ সরকারের তরফে জানানো হয়েছে, রাইউইন্দে তবলিগি জামাতকে বার্ষিক ধর্মীয় সভা করার অনুমতি দেওয়া হয়েছে। প্রায় ৫৪ হাজার লোকের সমাগম হয়েছে এই ধর্মীয় সভায়। পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যোগ দিয়েছেন। তবে দেশের বাইরে থেকে কেউ এবার এই জমায়েতে যোগ দিতে পারবেন না বলে ইমরান খান সরকারের তরফে জানানো হয়েছে।
এ ধরনের বড় জমায়েত থেকে করোনা সংক্রমণ যে আরও বাড়ার আশঙ্কা রয়েছে তাও স্পষ্ট সরকারের কথায়। ইমরান সরকারের তরফে জানানো হয়েছে, শিশু ও বয়স্করা এই জমায়েতে ঢুকতে পারবেন না।
পরিসংখ্যান বলছে, পাকিস্তানে শুধু সেপ্টেম্বরেই করোনা আক্রান্ত হয়েছেন বহু মানুষ। মারা গিয়েছেন ৬,৮৯৩ জন। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। করোনার দাপট শুরু হওয়ার পর মার্চ মাসেও তবলিগি জামাতের সমাবেশ হয়েছিল। প্রায় ৮০ হাজার মানুষ সেই সমাবেশে যোগ দেন হয়েছিলেন। অনেকেই মনে করেন, ওই জমায়েত থেকে করোনা সংক্রমণ বেড়েছিল কয়েক গুণ।
করোনা পরিস্থিতিতে জমায়েতের অনুমতি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন পাক প্রধানমন্ত্রী। পাকিস্তানের অভ্যন্তরেও সমালোচনার ঝড় উঠেছে। পিপিপি পঞ্জাবের নেতা উসমান মালিক বলেছেন, ‘একদিকে আমরা বাজার এবং শিক্ষা প্রতিষ্ঠানে নানান ধরনের বিধি-নিষেধ আরোপ করছি, অন্যদিকে আবার জামাতকে সমাবেশের অনুমতি দিচ্ছি যেখানে হাজার হাজার মানুষ জড়ো হবেন। যার ফলে সংক্রমণ আরও বাড়বে।’
করোনা লাগামছাড়া, এরই মধ্যে তবলিগি জামাতের সমাবেশের অনুমতি পাকিস্তানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Nov 2020 10:09 AM (IST)
করোনা পরিস্থিতিতে জমায়েতের অনুমতি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন পাক প্রধানমন্ত্রী।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -