করাচি: পাকিস্তানের একটি কোয়ারেন্টিন সেন্টারে থাকা এক করোনা আক্রান্তের সঙ্গে সেলফি তোলায় সাসপেন্ড হলেন ৬ সরকারি আধিকারিক। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিন্ধ প্রদেশের সুক্কুর অঞ্চলের কাছে একটি কোয়েরান্টিন সেন্টারে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই শুরু হয় হইচই। এরপরেই ব্যবস্থা নিল সরকার।
পাকিস্তানে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৮৯২ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সিন্ধ প্রদেশে। এই প্রদেশে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৯৯ জন। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, করোনা আক্রান্তের পাশে হাসিমুখে দাঁড়িয়ে একদল লোক। তাঁদের কেউই মাস্ক পরে ছিলেন না।
সুক্কুরের ডেপুটি কমিশনার রানা আদিল জানিয়েছেন, ‘সম্প্রতি ইরানে গিয়েছিলেন স্থানীয় এক রাজনীতিবিদ। সেখানে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। দেশে ফেরার পর তাঁকে কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়। সেখানেই তাঁকে দেখতে যান ওই ৬ সরকারি আধিকারিক। তাঁরা আক্রান্তের সঙ্গে সেলফি তোলেন। সেই কারণেই তাঁদের সাসপেন্ড করা হয়েছে।’
পাকিস্তান এর আগে পোলিও, যক্ষ্মারোগ, হেপাটাইটিস রুখতে ব্যর্থ হয়েছে। এবার করোনা ভাইরাসও ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। এরই মধ্যে সরকারি আধিকারিকদের চূড়ান্ত গাফিলতির ছবি দেখা গেল। লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়ছেন অসংখ্য মানুষ। গতকাল থেকে এখনও পর্যন্ত শুধু করাচি থেকেই সাতশোর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। রাস্তায় কাউকে দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
কোয়ারেন্টিন সেন্টারে করোনা আক্রান্তের সঙ্গে সেলফি! পাকিস্তানে সাসপেন্ড ৬ সরকারি আধিকারিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2020 07:56 PM (IST)
পাকিস্তানে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৮৯২ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত সিন্ধ প্রদেশে।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -