ওয়াশিংটন: ভারত সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ৬০ হাজারেরও বেশি সেনা জওয়ান মোতায়েন করেছে চিন। এমনই দাবি করলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। তিনি চিনের আচরণের নিন্দা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের পক্ষে চিন বিপজ্জনক হয়ে উঠছে বলেও দাবি করেছেন পম্পেও।
মঙ্গলবার টোকিওয় ভারত, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। এই বৈঠকের পর দেশে ফিরে পম্পেও বলেছেন, ‘ভারতের উত্তরদিকে সীমান্তে চিনের ৬০ হাজার সেনা জওয়ানকে দেখা যাচ্ছে। ভারত, অস্ট্রেলিয়া, জাপানের বিদেশমন্ত্রীদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। চারটি বৃহৎ গণতন্ত্র, চারটি শক্তিশালী অর্থনীতি, চারটি দেশ যাদের প্রত্যেকের পক্ষে চিনের কমিউনিস্ট পার্টি বিপজ্জনক হয়ে উঠেছে।’
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠককে ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন পম্পেও। চিনের সমালোচনা করে তিনি আরও বলেছেন, ‘কোয়াড গোষ্ঠীভূক্ত দেশগুলি বুঝতে পারছে, আমরা চিনের আগ্রাসনের বিষয়ে অনেক বেশিদিন ধরে ঘুমিয়েছিলাম। চার দশক ধরে পশ্চিমী দুনিয়া চিনকে অবাধে বিচরণ করতে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে এর আগের প্রশাসন চিনের সামনে হাঁটু গেড়ে বসেছিল। চিনকে আমাদের দেশের মেধা সম্পদ ও লক্ষ লক্ষ চাকরি হাতিয়ে নিতে দেওয়া হয়েছে। অন্য দেশগুলিতেও একই ঘটনা দেখা গিয়েছে। চিনের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পাশে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।’
ভারত সীমান্তে ৬০ হাজারেরও বেশি সেনা জওয়ান মোতায়েন করেছে চিন, দাবি মার্কিন বিদেশ সচিবের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2020 08:37 PM (IST)
মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের পক্ষে চিন বিপজ্জনক হয়ে উঠছে বলেও দাবি করেছেন পম্পেও।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -