অকল্যান্ড: প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের মন্ত্রিসভায় ভারতীয় প্রতিনিধি। নিউজিল্যান্ড পেল প্রথম ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী। শুধু মন্ত্রীত্বই নয়, ৪১ বছরের প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণণ স্থান করে নিয়েছেন কিউয়ি প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে। নিউজিল্যান্ড সরকারে যা পরিচিত এগজিকিউটিভ নামে।
কেরলের এর্নাকুলম জেলার উত্তর পারাভুরে জন্মানো প্রিয়াঙ্কা আইআইটি কানপুর থেকে স্নাতকোত্তর পাশ করার পর কিছুদিন সিঙ্গাপুরে ও তারপর নিউজিল্যান্ডের বাসিন্দা হন।
তাঁর স্বামীও দেশের ক্ষমতাসীন লেবার পার্টির সদস্য। ২০০৬ সালে রাজনীতিতে নাম লেখানো প্রিয়াঙ্কা ২০১৭ সালে কিউয়ি সাংসদ হিসেবে নির্বাচিত হন।
গত বছরই জনজাতি উন্নয়ন মন্ত্রকের বিশেষ সচিব হয়েছিলেন তিনি। পারিবারিক হিংসায় আক্রান্ত মহিলাদের পাশে থাকা, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা প্রদানের মতো একাধিক বিষয়ে কাজে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাঁর।
নিউজিল্যান্ডে জনজাতি উন্নয়ন, সামাজিক উন্নয়ন ও চাকরির মন্ত্রকের দায়িত্ব সামলাবেন প্রিয়াঙ্কা। মেয়ের নতুন কীর্তিতে গর্বিত বাবা আর রাধাকৃষ্ণণ বলেছেন, ‘মন্ত্রীত্ব পাওয়াতে অবাক হইনি, কারণ জেসিন্ডা আগেই ওর কাজের ওপর ভরসার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তবে আমি খুব গর্বিত ওর নতুন দায়িত্বপ্রাপ্তি নিয়ে।’ গত বছর জুলাইতে শেষবার কেরলের বাড়িতে এসেছিলেন প্রিয়াঙ্কা, মায়ের শেষকৃত্যে যোগ দিতে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রথম ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী পেল নিউজিল্যান্ড, জেনে নিন তাঁর পরিচয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2020 10:55 AM (IST)
শুধু মন্ত্রীত্বই নয়, ৪১ বছরের প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণণ স্থান করে নিয়েছেন কিউয়ি প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -