কলকাতা: মা হওয়া কি মুখের কথা! অফিস কাছারি, সংসার সামলে বাচ্চা মানুষ করা চাট্টিখানি ব্যাপার নয়। বাধ্য হয়ে ছোট্ট মেয়েকে নিয়েই কলেজ চলে গিয়েছিলেন এই মা। কিন্তু সাহায্য এল অপ্রত্যাশিত দিক থেকে।

টুইটারে একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, এক শিক্ষিকা কাঁখে বাচ্চা নিয়ে বোর্ডে অঙ্ক করাচ্ছেন। ছবির সঙ্গে টুইট, বাচ্চার মা ওই ক্লাসের ছাত্রী, ১০ ঘণ্টা ডিউটি করে বাড়ি গিয়ে বাচ্চাকে নিয়ে ক্লাসে গিয়েছেন, তাতেও পৌনে এক ঘণ্টা দেরি। পরীক্ষার জন্য তিনি যাতে প্রস্তুতি নিতে পারেন, তাই তাঁর মেয়ে সামলানোর দায়িত্ব নিয়েছেন অধ্যাপিকা।


এই ছাত্রী একা মা বা সিঙ্গল মাদার নন, বাচ্চার বাবা থাকেন তাঁদের সঙ্গে। কিন্তু সেদিন কোনও কারণে বাচ্চাকে সঙ্গে নিয়ে কলেজ যাওয়া ছাড়া তাঁর উপায় ছিল না। টুইটটি লাখের ওপর লাইক পেয়েছে. হাজারের কাছাকাছি রিটুইট।



সংশ্লিষ্ট অধ্যাপিকাও জবাব দিয়েছেন এই টুইটের। ধন্যবাদ জানিয়েছেন টুইটকর্ত্রীকে।