ব্রিসবেন: বাড়িতে ঢুকেই যদি কেউ দেখেন, ঘরের মেঝেতে একজোড়া বিশাল পাইথন নিজেদের মধ্যে লড়াই করছে এবং সারা ঘর লন্ডভন্ড করে দিয়েছে, তাহলে কে না আতঙ্কিত হয়ে পড়বেন? অস্ট্রেলিয়ার ব্রিসবেনে একটি বাড়িতে এমনই কাণ্ড ঘটেছে। একটি স্ত্রী সাপকে নিয়েই দুই পুরুষ পাইথনের লড়াই চলছিল বলে জানা গিয়েছে। ওই বাড়ির মালিক সাপ ধরার জন্য বিশেষজ্ঞদের খবর দেন। বিশেষজ্ঞরা এসে দু’টি পুরুষ পাইথনকে ধরে নিয়ে গিয়েছেন। কিন্তু তৃতীয় সাপটির সন্ধান এখনও পাওয়া যায়নি। ফলে আতঙ্ক কাটেনি।



ব্রিসবেন নর্থ স্নেক ক্যাচার্স অ্যান্ড রিলোকেশন সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এক ব্যক্তি আমাদের ফোন করে জানান, তাঁর বাড়িতে দু’টি বিশালাকার কোস্টাল কার্পেট পাইথন ঢুকে পড়েছে। রান্নাঘরের ছাদ ভেঙে মেঝেতে পড়ে গিয়ে লড়াই করছিল সাপগুলি। সারা ঘরে তাদের তাণ্ডব চালানোর চিহ্ন রয়েছে। এই খবর পেয়েই আমরা গিয়ে সাপদু’টিকে ধরে ফেলি।’

সাপদু’টিকে যিনি ধরেছেন, সেই স্টিভেন ব্রাউন জানিয়েছেন, ‘আমি এর আগে কোনওদিন এত মোটা সাপ দেখিনি। সাপদু’টি যে প্রচুর পরিমাণে খায়, সেটা পেশি দেখেই বোঝা যায়। একটি সাপ ৯.৫ ফুট লম্বা আর অপরটি ৮.২ ফুট লম্বা।’

এই দু’টি সাপকে ধরার পর নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়েছেন ব্রাউন ও তাঁর সঙ্গীরা। তবে এখনও স্ত্রী সাপটির সন্ধান পাওয়া যায়নি। সেই কারণে ওই বাড়িটির মালিক উদ্বিগ্ন।