এই বিজ্ঞাপনের মূল চরিত্র পাক অভিনেত্রী মাহবিশ হায়াত। তাঁর পরনে পাকিস্তানের চিরাচরিত পোশাক। তাঁর সঙ্গে আরও কয়েকজনকে দেখা যাচ্ছে এই বিজ্ঞাপনে। সবার পরনেই পাকিস্তানের চিরাচরিত পোশাক। তাঁরা পাকিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যকেই তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু অনেকেরই এই বিজ্ঞাপন পছন্দ হয়নি। পাল্টা অনেকে আবার শিল্পের স্বাধীনতার পক্ষে মতপ্রকাশ করছেন।
পিইএমআরএ-র পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ‘অশান্তি ছড়ানো এবং দর্শকদের আচরণগত উত্তেজনার কারণ ঘটানো শুধু সমাজে স্বীকৃত শালীনতার মাত্রা ছাড়িয়ে যাওয়াই নয়, পাকিস্তানের সামাজিক ও সাংস্কৃতিক বিধিরও লঙ্ঘন। বৈদ্যুতিন মাধ্যমে এই ধরনের আপত্তিকর বিজ্ঞাপন সম্প্রচারের অনুমতি দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ আমাদের সমালোচনা করছেন। অনেকেরই এই ধরনের বিজ্ঞাপন নিয়ে আপত্তি রয়েছে। তাই সংশ্লিষ্ট মহলকে বিষয়টি ভেবে দেখতে হবে। বিজ্ঞাপনে যে পণ্য দেখানো হচ্ছে, তার সঙ্গে সম্পর্ক নেই এমন বিষয়বস্তু না রাখাই ভাল।’