মস্কো: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল ৭.৫। প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও, পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস)-এর তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল হল রাশিয়ার সেভেরো-কুরিলিস্ক শহরের ২১৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। প্রশান্ত মহাসাগর ও ওখোস্ক সাগরের মধ্যবর্তী একটি অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৭ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়া এই কম্পনের তীব্রতা প্রথমে ৭.৮ বলা হলেও, পরে তা ৭.৫ বলা হয়।
সংবাদংস্থা সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই। রুশ সংবাদসংস্থা জানিয়েছে, শহরের উপকূলে একটি ৫০ সেন্টিমিটার উঁচু ঢেউ তৈরি হয়। স্বাভাবিকভাবেই, কোনও ক্ষতি হয়নি। প্রথম দিকে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
৭.৫ তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Mar 2020 02:27 PM (IST)
ভূমিকম্পটির উৎসস্থল হল রাশিয়ার সেভেরো-কুরিলিস্ক শহরের ২১৮ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -