মস্কো: করোনা ভাইরাস মোকাবিলায় সরকার যখন দেশের সব নাগরিককে বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছে, তখন গাড়ি নিয়ে ১০৯ কিমি শোভাযাত্রা করলেন রাশিয়ার প্রভাবশালী অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিল। তাঁর শোভাযাত্রায় ছিল বেশ কয়েকটি গাড়ি। ভার্জিন মেরির একটি মূর্তি নিয়ে তিনি মস্কোর ক্যাথিড্রাল চার্চে পৌঁছন। তাঁর বিশ্বাস, মেরির আশীর্বাদে করোনা সংক্রমণ কেটে যাবে। নিজে শোভাযাত্রা করলেও, রাশিয়ার সবাইকে সরকারের পরামর্শ মেনে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন অর্থোডক্স চার্চের প্রধান।

এখনও পর্যন্ত রাশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪,৭৩১ জন। মৃত্যু হয়েছে ৪৩ জনের। মস্কোয় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য সোমবার থেকে লকডাউন জারি করা হয়েছে। কয়েকজন ধর্মযাজক ভাইরাস দূর করার প্রার্থনা জানিয়ে হেলিকপ্টারে বা বিমানে মেরির ছবি নিয়ে রাশিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরেছেন। তবে এবার চার্চের প্রধান গাড়ি নিয়ে শোভাযাত্রা করলেন।