মস্কো: করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের নানা প্রান্তের মতো মস্কোতেও চলছে লকডাউন। খাবার বা ওষুধ কেনা, জরুরি চিকিৎসা, পোষ্য সামরমেয়কে নিয়ে হাঁটতে যাওয়া বা জঞ্জাল ফেলতে যাওয়া ছাড়া বাড়ির বাইরে কারও যাওয়ার অনুমতি নেই। অথচ এই নির্দেশিকা লঙ্ঘন করে ভ্লাদিমির লেনিনের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে মস্কোর বিখ্যাত রেড স্কোয়্যারে জড়ো হলেন একদল মানুষ। তাঁদের নেতৃত্বে ছিলেন রাশিয়ার কমিউনিস্ট পার্টির প্রধান গেনাডি জুগানভ। তাঁরা লাল পতাকা নিয়ে লেনিনের সমাধিস্থলে গিয়ে ফুল দেন। রেড স্কোয়্যারে থাকা এক পুলিশকর্মী জানিয়েছেন, এই অনুষ্ঠানের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল। তবে এখনও পর্যন্ত মস্কোর পুলিশ বিভাগ বা মেয়রের দফতরের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রেড স্কোয়্যারে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় রাশিয়া সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন কমিউনিস্ট পার্টির প্রধান। তিনি বলেন, ‘১৯৬০ সালে মস্কোয় যখন গুটিবসন্ত ছড়িয়ে পড়েছিল, তখন তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সরকার দারুণভাবে সেই রোগের মোকাবিলা করেছিল। কিন্তু এখন রাশিয়ার সরকার তিন মাসেও পর্যাপ্ত পরিমাণে মাস্ক তৈরি করতে পারল না। রাশিয়ার অনেক শহরেই মাস্ক, পিপিই-র অভাব দেখা যাচ্ছে। এর মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি, সার্বিয়ায় চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে।’
আজ শুধু মস্কোই না, রাশিয়ার অন্যান্য শহরগুলিতেও লেনিনের জন্মদিবস উপলক্ষে প্রকাশ্য অনুষ্ঠান হয়েছে। অনেকেই লকডাউন না মানায় কমিউনিস্টদের সমালোচনা করেছেন।
লেনিনের ১৫০-তম জন্মবার্ষিকী, লকডাউন ভেঙে রেড স্কোয়্যারে জমায়েত, সমাধিতে ফুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2020 08:25 PM (IST)
রেড স্কোয়্যারে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় রাশিয়া সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন কমিউনিস্ট পার্টির প্রধান।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -