ঢাকা: কারও বিরুদ্ধে ধর্ষণে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড চালু করার কথা ভাবছে বাংলাদেশ সরকার। এখন বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সেই সাজা আরও কঠোর করার কথা ভাবছে শেখ হাসিনা সরকার।
সম্প্রতি অনলাইনে একটি ভিডিও ভাইরাল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একদল যুবক এক মহিলার শ্লীলতাহানি করছে। এই ভিডিও ঘিরে গোটা বাংলাদেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। এর পরিপ্রেক্ষিতেই জরুরি ভিত্তিতে আইন সংশোধন করার পথে হাঁটতে চলেছে বাংলাদেশ সরকার। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ‘যারা দোষী সাব্যস্ত হবে, তারা যাতে উপযুক্ত সাজা পায়, আমরা সেটা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে। খুব তাড়াতাড়ি এই আইন প্রণয়ন করা হবে।’
বাংলাদেশের মহিলা সংগঠগুলির দাবি, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৯৫০টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অনেক ক্ষেত্রেই মহিলারা ভয়ে অভিযোগ দায়ের করেন না। ফলে অপরাধের প্রকৃত চিত্র আরও ভয়াবহ। এই অপরাধে লাগাম টানতে হলে শুধু কড়া আইন করলেই হবে না, সেই আইন কার্যকরও করতে হবে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে তোলপাড়, বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার পথে সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2020 09:11 PM (IST)
ধর্ষণের বিরুদ্ধে গোটা বাংলাদেশজুড়ে প্রতিবাদের ঝড়।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -