নয়াদিল্লি: এক সঙ্গীত শিল্পী তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে বসে ক্রিসমাস ক্যারোল গাইছিলেন। আর ওই সময় যে এমন বিপত্তি ঘটবে, তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তাঁরা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। ব্রিটিশ বংশোদ্ভূত গায়িকা তথা গীতিকার সোফিয়া এলার গত সপ্তাহে ইনস্টাগ্রামে এই শিউরে ওঠার মতো ভিডিও শেয়ার করেছিলেন। ভিডিওটি ইতিমধ্যেই ছয় লক্ষেরও বেশি ভিউ হয়েছে।
ভিডিওতে ২৭ বছরের সোফিয়াকে তাঁর বয়ফ্রেন্ড অ্যালভেরো সোলরের পাশে বসে থাকতে দেখা যাচ্ছে। সেখানে রয়েছে ক্রিসমাস ট্রি। সেইসঙ্গে দুটি জ্বলন্ত মোমবাতি। এভাবেই বয়ফ্রেন্ডের সঙ্গে গান গাইছেন তাঁরা।


গানের তালে সামনে-পিছনে ঝুঁকছিলেন সোফিয়া। আচমকাই পিছনে থাকা মোমবাতি থেকে তাঁর চুলে আগুন ধরে যায়। প্রথমে তো কিছুই বুঝতেই পারেননি তিনি। গানই গাইছিলেন। সোফিয়ার চুলে আগুন ধরে গিয়েছে দেখতে পেয়েই উঠে দাঁড়িয়ে আগুন নেভানোর চেষ্টাকরেন তাঁর বয়ফ্রেন্ড। আর আগুন লেগেছে বুঝতে পেরে উঠে আসেন সোফিয়া। এরপর দুজনেই ফ্রেমের বাইরে চলে যান। দেখা যায়, শ্যাম্পেনের গ্লাস পড়ে যেতে। লন্ডনে জন্ম সোফিয়ার। বর্তমানে তিনি মাদ্রিদে থাকেন।
সোফিয়া ভিডিও শেয়ার করে লিখেছেন, ২০১৯-এ আমরা ভালো ছিলাম, আর ২০২০-তে আগুন ধরিয়ে দিলাম, গ্লাস ভাঙলাম। হেলো ২০২১।
ইনস্টাগ্রামে পোস্ট হওয়ার পর ভিডিওটির ৬ লক্ষ ভিউ হয়েছে। ভিডিওটি নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। যদিও এই ঘটনায় সোফিয়া কোনওরকমভাবে জখম হননি। তিনি অন্য এক পোস্টে অনুরাগীদের ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন।