কায়রো: ম্যাসাজ তো কতরকম হয়। বিউটি পার্লারের আলো আঁধারির মধ্যে ফুল বডি ম্যাসাজ যেমন হয়, তেমনই হয় ফেসিয়ালের সময় শুধু মুখটুকু ঘসা মাজা। আবার শখ করে ফিস স্পা করাতে গিয়ে পায়ের পাতায় মাছের কুটুস কুটুস কামড়ও খেয়েছি অনেকে। কেরলের আয়ুর্বেদিক ম্যাসাজ তো বিশ্ববিখ্যাত। কিন্তু যদি সাপে ম্যাসাজ করে? চলুন, ঘুরে আসা যাক মিশরের কায়রোর এক স্পায়ে।

ম্যাসাজের নাম স্নেক ম্যাসাজ। ভয় টয় সামলে যদি একবার করিয়ে ফেলতে পারেন তবে দেখবেন, তা নাকি দারুণ কাজে দেয়। তবে হার্ট দুর্বল হলে চেষ্টা করবেন না। সত্যিই আপনি তো আর খতরোঁ কি খিলাড়ি-তে নাম লেখাচ্ছেন না, কপাল, ঘাড়, পিঠের ওপর একগাদা সাপের কিলবিলানি সহ্য করবেন কেন?

তবে হ্যাঁ, এ সাপের বিষ নেই। কামড়ায় টামড়ায় না। ওই স্পায়ে নানান ম্যাসাজ আছে, সে সবেরই মধ্যে রয়েছে স্নেক ম্যাসাজ। আপনাকে উপুড় করে শুইয়ে দিয়ে পিঠের ওপর বেশ কয়েকটা সাপ এক সঙ্গে ছেড়ে দেওয়া হবে। সাপ ওঠানামা করবে আপনার শরীরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এই সর্প শরীরচর্চার ভিডিও।


এই যে দেখছেন, একগাদা সাপ ভদ্রলোকের গায়ে ঘোরাফেরা করছে, এর মধ্যে অজগর প্রজাতির সাপও রয়েছে। প্রথমে ওঁর কোমরে একটা তেল মাখানো হচ্ছে। তারপর গায়ে ছেড়ে দেওয়া হচ্ছে ২৮ রকম সাপ। এভাবেই আধঘণ্টা ধরে চলে ম্যাসাজ। এর ফলে মাংসপেশী আর গাঁটের ব্যথা এক্কেবারে কমে যায় বলে দাবি করা হয়েছে। সঙ্গে ভাল হয় রক্ত প্রবাহ।

সোশ্যাল মিডিয়ায় এই ম্যাসাজ নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া হয়েছে। কেউ বলছে, দারুণ ব্যাপার, করতে হবে, আবার কারও বক্তব্য, বাপরে! সুখে থাকতে ভূতের কিল খাওয়ার কী দরকার!