লন্ডন: অবরুদ্ধ লন্ডন। কারণ, ভারত সরকারের কৃষি আইন। দিল্লি সীমান্ত সহ গোটাদেশে চলছে কৃষক আন্দোলন। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের একরোখা দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। যে বিক্ষোভের রেশ ক্রমশ ছড়িয়ে পড়ছে গোটা দেশে। এবার সেই বিক্ষোভের আঁচ গিয়ে পড়ল ইংল্যান্ডের রাজধানীতেও।

ভারতীয় হাই কমিশনারের সামনে জড়ো হয়ে হাজারো মানুষ দেখালেন বিক্ষোভ। ভারতীয় কৃষকদের প্রতি সমর্থনে লাগাতার দিলেন স্লোগান। যেখানে বেশ কিছু ভারত বিরোধী স্লোগানও ওঠে।

লন্ডনের ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি আইনকে কাজে লাগিয়ে ভারত বিরোধীরা এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছিল। যে বিক্ষোভ কর্মসূচি থেকে একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করে লন্ডনের পুলিশ। যদিও তাদের গ্রেফতার করার কারণ, কোভিড প্রোটোকল ভঙ্গ করা।



কিছুদিন আগেই ব্রিটেন পার্লামেন্টের ৩৬ জন সাংসদ সেদেশের বিদেশ সচিব ডমিনিক রাবের কাছে চিঠি লিখে ভারতে চলতে থাকা কৃষক আন্দোলন নিয়ে ব্রিটেন সরকারকে বার্তা দিতে ও পদক্ষেপ নিতে আবেদন করেছিল।

এমনিতেই আজ দ্বাদশ দিনে পা রেখেছে দেশজোড়া কৃষক আন্দোলন। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরও এখনও সরকার কৃষি আইন নিয়ে পিছু না হঠায় আগামীকাল ভারত বনধের ডাক দিয়েছেন তারা। যে বনধকে সমর্থন করেছে কংগ্রেস, আপ, শিবসেনার মতো ১৬ টি রাজনৈতিক দল।