নিউ জার্সি: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজেদের সদ্য কেনা বাড়ির পিছনদিকে একটি সুইমিং পুলে মৃত অবস্থায় পাওয়া গেল তিন ভারতীয় বংশোদ্ভূতকে। মৃতদের মধ্যে একটি আট বছরের মেয়েও রয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মৃতদের নাম ভরত পটেল (৬২), তাঁর পুত্রবধূ নিশা পটেল (৩৩) ও নাতনি। তাঁরা দুর্ঘটনাবশত সুইমিং পুলে পড়ে যান বলে জানিয়েছেন তদন্তকারীরা। তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন কি না, সেটা প্রথমে তদন্ত করা হচ্ছিল। পরে অবশ্য সেই সম্ভাবনা খারিজ করে দেওয়া হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, সুইমং পুলটির বিভিন্ন অংশে গভীরতার তারতম্য রয়েছে। মৃতরা হয়তো সবচেয়ে গভীর অংশে চলে গিয়েছিলেন। সেই কারণেই তাঁদের পক্ষে উঠে আসা সম্ভব হয়নি। মৃতরা সাঁতার জানতেন কি না বা জলে পড়ে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এখনও শেষ হয়নি। ঠিক কী কারণে তিনজনের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।

পুলিশের মুখপাত্র ফ্র্যাঙ্ক শাটার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘এ বছরের এপ্রিলে ৪,৫১,০০০ মার্কিন ডলারে ক্লিয়ারভিউ রোডের বাড়িটি কেনে ওই ভারতীয় পরিবার। প্রতিবেশীরা জানিয়েছেন, গতকাল তাঁরা সুইমিং পুল থেকে ওই মহিলার চিৎকার শুনতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। মৃতদের শারীরিক পরীক্ষার পর জানা গিয়েছে, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।’

মেয়র ব্র্যাড কোহেন জানিয়েছেন, ‘আমরা সবাই এই ঘটনায় স্তম্ভিত ও শোকাহত। ওই পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই শোকের সময় আমরা সবাই তাঁদের পাশে আছি।’