ওয়াশিংটন: করোনা ভাইরাসের জেরে লকডাউন শুরু হওয়ার পর এই প্রথম গুরুত্বপূর্ণ যাত্রা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গেলেন একটি মাস্ক প্রস্ততকারী কারখানায়। যদিও নিজে মাস্ক পরতে অস্বীকার করলেন। মঙ্গলবার অ্যারিজোনার ফিনিক্সের হানিওয়েল কারখানায় পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট। ওই কারখানায় স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক তৈরি হচ্ছে। আমেরিকায় করোনাভাইরাসে ইতিমধ্যেই ৭০ হাজার করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসের বিশ্বজোড়া দাপটের মধ্যে সংক্রমণ এড়াতে মাক্স যে হাতিয়ার হয়ে উঠতে পারে, তা বলছেন বিশেষজ্ঞরা। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মাস্ক বাধ্যতামূলক করেছে। কিন্তু ট্রাম্প মাস্ক পরলেন না।

মার্কিন সরকারের সুপারিশ মেনে ও কোম্পানির অনুযায়ী কারখানায় উপস্থিত কর্মীদের মুখে ছিল মাস্ক। আর কোম্পানির নির্দেশ বড় বড় অক্ষরে লেখা ছিল-সর্বক্ষণ মাস্ক পরুন।

ওয়াশিংটন ছাড়ার আগে ট্রাম্প বলেছিলেন, শেষপর্যন্ত তিনি মাস্ক পরতে পারেন। কিন্তু শেষপর্যন্ত তিনি মাস্ক পরেননি। বরং করোনার গুরুত্বকে কিছুটা খাটো করে বলেন, আমেরিকায় পাঁচ বছর ধরে লকডাউন জারি করে রাখা যায় না।