বোবোর উচ্চতা ২ ফুট হলে কী হবে, তিনি অত্যন্ত সক্রিয়। নরওয়েতে সলমন খানের বিইং হিউম্যান সংস্থার প্রতিনিধি তিনি। নিজে স্টাইল ইভেন্ট, স্যুটস অ্যান্ড ম্যানেজমেন্ট সহ বহু ব্যবসা চালান। তাঁর জীবনযাপনও বিলাসবহুল। ২০১৭-য় সর্বশ্রেষ্ঠ প্রেরণাদায়ক ব্যক্তি হিসেবে পুরস্কার পান তিনি। উচ্চতা ২ ফুট, পাকিস্তানি বিয়ে করলেন ৬ ফুটের পাত্রীকে, দেখুন তাঁদের নাচের ভিডিও
ABP Ananda, Web Desk | 15 Nov 2019 12:21 PM (IST)
বোবোর উচ্চতা ২ ফুট হলে কী হবে, তিনি অত্যন্ত সক্রিয়। নরওয়েতে সলমন খানের বিইং হিউম্যান সংস্থার প্রতিনিধি তিনি।
অসলো: নাম বুরহান চিস্তি। উচ্চতা ২ ফুট। লোকে ভালবেসে বলে বোবো। ছোট্ট বোবো বিয়ে করেছেন, স্ত্রীর উচ্চতা আবার ৬ ফুট। তাঁদের বিয়ের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছোটবেলায় বোবোর পোলিও হয়েছিল। হুইলচেয়ারে দিন কাটে। বিয়ে হয়েছে নরওয়ের অসলোয়, বৌয়ের নাম ফৌজিয়া, বাড়ি পাকিস্তানের পঞ্জাবের পাকপট্টন এলাকায়। তিনি আবার দুর্দান্ত লম্বা। ফৌজিয়া বলেছেন, বোবোকে ভালবাসেন তিনি, ভালবেসে নিজের হাতে তাঁর নামও লিখেছেন। ফলে বিয়ে আর কে আটকায়! ইলেকট্রিক হুইল চেয়ারে বসে বোবো বিয়ের আসরে আসেন, নববধূর হাত ধরে। এতে যোগ দেন ১৩টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক। তারপর শুরু হয় পঞ্জাবি গানে দু'জনের নাচ।