ওয়াশিংটন: ভারতের পর এবার আমেরিকাতেও নিষিদ্ধ ঘোষণা হল জনপ্রিয় চিনা অ্যাপ টিকটক। কোনও সরকারি কর্মী এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে মার্কিন প্রশাসন। অন্যদিকে ইউ টিউব থেকে চিনের সঙ্গে সম্পর্ক যুক্ত ২৫০০ ইউটিউব চ্যানেলকে মুছে ফেলল আমেরিকার সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল।


মে মাস থেকেই ভারত-চিন সম্পর্কে টানাপড়েন চলছে। গালওয়ানে ভারতীয় সেনাদের মৃত্যুর পর ১০৬টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। চিনা অ্যাপের মাধ্যমে তথ্য পাচারের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রও জানিয়েছিল নিষিদ্ধ হতে পারে চিনা অ্যাপ। বৃহস্পতিবার আমেরিকার সরকারি কর্মীরা আর এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার মার্কিন সেনেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। বিলে বলা হয়েছে, যে সব সরকারি কর্মী প্রশাসনের দেওয়া ফোন ব্যবহার করেন, সেইসব সরকারি কর্মীরা ওই চিনা অ্যাপ মোবাইলে রাখতে পারবেন না।

সরকারি কর্মীদের ক্ষেত্রে এই অ্যাপ নিষিদ্ধ করা ছাড়াও টিকটক অ্যাপের মূল কোম্পানি বা পেরেন্ট কোম্পানি বাইটড্যান্সকে জানিয়ে দেওয়া হয়েছে হয় তারা মাইক্রোসফটকে এই অ্যাপ বিক্রি করে দিক। অথবা আমেরিকা. এই অ্যাপ নিষিদ্ধ থাকবে।

শুধু যে মা্র্কিন প্রশাসন খড়গহস্ত তাই নয়, চিনের বিরুদ্ধে পদক্ষেপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন কোম্পানি. চিনের সঙ্গে সম্পর্কযুক্ত ২৫০০ ইউটিউব চ্যানেলকে তাদের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে গুগল। তবে কোন কোন চ্যানেলকে তারা বাদ দিয়েছে তার তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

ওইসব চ্যানেলগুলি রাজনৈতিক, স্প্যামযুক্ত তথ্য দিত বলে জানিয়েছে গুগল।

পূর্ব লাদাখে ভারত-চিন সংঘর্ষের পর থেকে সামরিক ও কূটনৈতিক স্তরে চাপ বাড়ানোর পাশাপাশি চিনের সঙ্গে বাণিজ্য থেকেও মুখ ফিরিয়েছে ভারত। এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও জোড়া চাপে পড়ল চিন।