বস্টন: করোনার প্রতিষেধক নেওয়া কিছুক্ষণের মধ্যেই শুরু শরীর জুড়ে চুলকানি। অ্যালার্জির জেরে শরীরের বেশ কিছু অংশ লাল হয়ে যায়। কার্যত অসাড় হয়ে পড়ে জিভ। শুরু হয় মাথা ঘোরা, বেড়ে যায় হৃদস্পন্দন। মর্ডানার ভ্যাকসিন নেওয়ার পর হওয়া এমনই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন খোদ এক চিকিৎসক।
বস্টন মেডিকেল সেন্টারে কর্মরত অঙ্কোলজিস্ট হোসেন সাদরাজাডেহ প্রখ্যাত এক মার্কিন সংবাদপত্রে জানিয়েছেন তাঁর করোনা ভ্যাকসিন নেওয়ার পরে অনভিপ্রেত অভিজ্ঞতার কথা। মার্কিন মুলুকে আপাতত চলছে গণ টিকাকরণ।
ফাইজার-বায়োনটেকের তৈরি মর্ডানা করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে জনসাধারণকে। যে প্রতিষেধক নেওয়ার পর অ্যালার্জিতে ভোগার বিষয়ে জানিয়েছেন বেশ কিছুজন। এবার একজন চিকিৎসক সেই কথাই জানালেন। তবে টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান চিকিৎসক।
চিকিৎসক হোসেন বলেছেন, সেলফিস মাছ খাওয়ার পর ঠিক যে ধরণের অ্যালার্জি দেখা যায়, সেরকমটাই হয়েছিল তাঁর ক্ষেত্রে। হৃদস্পন্দন পৌঁছে গিয়েছিল মিনিটে ১৫০ বারে। যা স্বাভাবিকের দ্বিগুণ। তাঁর রক্তচাপও কমে গিয়েছিল, যার জেরে মাথা ঘোরাও অনুভব করছিলেন বলেই জানিয়েছেন তিনি।
পাশাপাশি সাধারণ অ্যালার্জির একাধিক উপসর্গ ছাড়াও কিছু সময়ের জন্য জিভে সাড়ও পাচ্ছিলেন না তিনি। তিনি গোটা অস্বস্তি পর্ব কাটিয়ে উঠলেও তিনি যেরকম অস্বস্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন, তার মধ্যে দিয়ে যাতে অন্য কাউকে যেতে না হয় সেই প্রত্যাশাও রেখেছেন তিনি।
মর্ডানা ভ্যাকসিন নেওয়ার পরই শরীরজুড়ে অ্যালার্জি, অসাড় জিভ, অস্বস্তিকর অভিজ্ঞতার কথা শোনালেন খোদ চিকিৎসক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Dec 2020 03:58 PM (IST)
হৃদস্পন্দন পৌঁছে গিয়েছিল মিনিটে ১৫০ বারে। যা স্বাভাবিকের দ্বিগুণ। তাঁর রক্তচাপও কমে গিয়েছিল, যার জেরে মাথা ঘোরাও অনুভব করছিলেন বলেই জানিয়েছেন তিনি।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -