ওয়াশিংটন: আরও উন্নত, সমৃদ্ধশালী আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পকে ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত করার আবেদন জানালেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ফ্লোরিডায় নির্বাচনী জনসভায় হাজির ছিলেন তিনি। এই প্রথম ট্রাম্পের সঙ্গে মেলানিয়াও নির্বাচনী সভায় হাজির ছিলেন।
আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বিডেন। এবারের নির্বাচনে ট্রাম্পকে কড়া চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন তিনি। নির্বাচনী প্রচারে মেলানিয়া বলেছেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনে কাকে ভোট দেবেন বলে আপনারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আমার আশা, তাঁর উন্নত, সমৃদ্ধশালী আমেরিকার জন্য ট্রাম্পকেই ভোট দেবেন।’
এর আগে চলতি সপ্তাহেই পেনসিলভিনিয়ায় এক সমাবেশে ট্রাম্পকে ‘ফাইটার’ বলে উল্লেখ করেছিলেন মেলানিয়া। বলেছিলেন, ‘ডোনাল্ড একজন সত্যিকারের যোদ্ধা। দেশকে অসম্ভব ভালবাসেন এবং সেজন্য রোজ আপনাদের জন্য লড়াই করে চলেছেন।’
আমেরিকার সামগ্রিক সামাজিক অবস্থা তুলে ধরে ডোনাল্ড-পত্নী বলেছেন, ‘এই সময় সংবাদমাধ্যমকগুলি ভয়, ঘৃণা এবং নেতিবাচক চিন্তা আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বড় বড় টেকনজিক্যাল সংস্থাগুলি রাজনৈতিক সেন্সরশিপ রক্ষা করতেই ব্যস্ত। এই পরিস্থিতিতে আমার স্বামীর নেতৃত্বাধীন প্রশাসন ভবিষ্যতের দিকে মনোনিবেশ করেছে।’
এখানেই না থেমে স্বামীর হয়ে উচ্চকিত প্রশংসা করেছেন মেলানিয়া। মার্কিন ফার্স্ট লেডি বলেছেন, ‘আমার স্বামীর নেতৃত্বে দেশ হিসেবে আমেরিকা আবার শ্রদ্ধা-সম্মানের আসনে প্রতিষ্ঠিত হয়েছে। সীমান্ত সুরক্ষিত। আমরা যুদ্ধে জয়লাভ করেছি। নতুন বিতর্ক থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছি। মধ্যপ্রাচ্যের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জেরুজালেমে আমেরিকা তার দূতাবাস নিয়ে গিয়েছে।’ এসব কথা মনে করিয়ে আমেরিকার শৌর্যের কথা তুলে ধরেছেন দেশবাসীর সামনে।
রাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে ইজরায়েলের কথা তুলে ধরে মেলানিয়া জানিয়েছেন, আমেরিকার যে কোনও প্রেসিডেন্টের থেকে ট্রাম্প অনেক বেশি করে ইজরায়েলের পাশে থেকেছে। অর্থনীতির পরিসর বেড়েছে এবং বেকারত্ব সঙ্কুচিত হয়েছে। আমাদের সেনাবাহিনী আগের থেকে আরও শক্তিশালী। মহিলাদের জন্য সুযোগ বেড়েছে, কর্মরতা মায়েদের জন্য সুযোগ আরও বেড়েছে। ট্রাম্পের চার বছরের শাসনকালে তাঁর প্রশাসনের নানান দিক তুলে ধরে এভাবেই স্বামীর পাশে দাঁড়িয়েছেন স্ত্রী মেলানিয়া।
মার্কিন ভোট মানচিত্রে এবার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু করোনাভাইরাস । বিশ্বজুড়ে করোনা প্রতিষেধক আবিষ্কারের দৌড় চলছে। সেই প্রতিযোগিতায় সামনের সারিতে রয়েছে আমেরিকা। কিন্তু এ কথা মাথায় রেখে মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, দেশবাসীর কাছে তার আবেদন করোনা প্রতিষেধকের মধ্যে তাঁরা যেন রাজনীতি টেনে না আনেন। তিনি বলেছেন, ‘প্রতিষেধক কোনও পক্ষপাতমূলক সমস্যা নয়। করোনার নিরাপদ প্রতিষেধক তৈরির দিকে কেউ যদি গুরুত্ব না দেয়, তার মানে আমেরিকার মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকেও আপনি নজর দিচ্ছেন না।’ অতিমারীর মধ্যবর্তী সময়ে দাঁড়িয়ে এ নিয়ে রাজনীতি করার কোনও জায়গাই নেই বলে জানিয়েছেন ট্রাম্প-পত্নী।
মেলানিয়া দাবি করেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই দেশ এমন একজনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়, যিনি পরীক্ষিত, শুধু প্রতিশ্রুতির ফাঁপা বুলি নয়।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
উন্নত মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্পকে ভোট দিন, নির্বাচনী প্রচারে মেলানিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2020 12:46 PM (IST)
আগামী ৩ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন।
ছবি সৌজন্যে ট্যুইটার
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -