লাহৌর: পাকিস্তানে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভে দেখা গেল ভারতের কবি ও গীতিকার বিসমিল আজিমাবাদির লেখা ‘সরফরোশি কি তমন্না’ গান। ফৈয়জ ফেস্টিভ্যালে এই গান গেয়েই বিক্ষোভ দেখান ছাত্র-ছাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।



২৯ তারিখ পাকিস্তানের বিভিন্ন শহরে বাম মনোভাবাপন্ন ছাত্র-ছাত্রীদের মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই মিছিলের আগে নিজেদের দাবি তুলে ধরার লক্ষ্যেই ফৈয়জ ফেস্টিভ্যালে গান গেয়ে বিক্ষোভ দেখানো হয়। ‘লাল সেলাম’ স্লোগানও ওঠে।



সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভারতের গীতিকারের গান ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের সমালোচনা করছেন। অনেকে আবার আন্দোলনের পিছনে অর্থের জোগান নিয়ে প্রশ্ন তুলেছেন।