পশ্চিম অস্ট্রেলিয়ার আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এরকম ভয়াবহ ঝড় দশকে একবারই হয়। এর ফলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্যাও হতে পারে। ফলে ক্ষয়ক্ষতি বাড়বে। পশ্চিম অস্ট্রেলিয়ায় আবহাওয়ার এই অবস্থা বিরল। তবে ধীরে ধীরে ঝড়ের দাপট কমছে।
দমকল বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ঝড়ে গোটা পশ্চিম অস্ট্রেলিয়া জুড়েই প্রচুর ক্ষতি হয়েছে। পারথ শহরে প্রায় ৩৭ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।