জেনেভা: সারা বিশ্বজুড়ে চলছে করোনাভাইরাসের দাপট। এরইমধ্যেবিশ্ব  স্বাস্থ্য সংস্থা (হু) সতর্ক করে দিয়ে বলেছে যে, আরও দীর্ঘদিন করোনাভাইরাসের বিপদ বজায় থাকবে।
করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে ডেলি ব্রিফিং-এ হু-র প্রধান অ্যাধানোম ঘেব্রিয়েসাস বলেছেন, কোনও ভুলচুক করা ।চলবে না।
সারা বিশ্বে করোনা আক্রান্তর সংখ্যা ইতিমধ্যেই ২৫ লক্ষ ছাড়িয়েছে। মারা গিয়েছে প্রায় ১,৬০,০০০ আক্রান্ত।
হু-র ডিজি বলেছেন, বেশিরভাগ দেশই এখনও করোনা সংক্রমণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর যে দেশগুলি এই মহামারিতে সবার আগে আক্রান্ত হয়েছে, সেখানে নতুন করে সংক্রমণের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।
ঘেব্রিয়েসাস বলেছেন, গৃহবন্দি থাকার নির্দেশ ও সামাজিক দূরত্ব বজায় রাখার মতো পদক্ষেপ নিঃসন্দেহে বহু দেশে ভাইরাসের ছড়িয়ে পড়াকে আটকানো গিয়েছে। কিন্তু এই ভাইরাস অত্যন্ত বিপজ্জনক এর আগে যে সব দিক উঠে এসেছে, তাতে দেখা গিয়েছে বিশ্বের বেশিরভাগ জনগোষ্ঠীই আক্রান্ত হতে পারেন। ফলে এই মহামারি নতুন করে মাথাচাড়া দিতে পারে।
হু প্রধান বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ আত্মসন্তুষ্টি। যে সব দেশে লকডাউন চলছে, সেখানকার লোকজন স্বাভাবিকভাবেই সপ্তাহের পর সপ্তাহ গৃহবন্দি হয়ে থাকতে হতাশ বোধ করছেন। সবাই নিজেদের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে চাইছেন। কারণ, তাঁদের জীবন ও জীবিকা সংকটের মুখে পড়েছে। কিন্তু বিশ্ব আগের মতো যেন ছিল, সেখানে আর ফিরে যেতে পারে না। সেখানে একটা 'নয়া স্বাভাবিক' অবস্থা অবশ্যই থাকবে।– যা হবে আরও স্বাস্থ্যকর, সুরক্ষিত ও ভালোভাবে প্রস্তুত।
হু প্রধান বলেছেন, অতিমারির শুরু থেকেই জনস্বাস্থ্য সম্পর্কে যে সমস্ত ব্যবস্থার জন্য আমরা সওয়াল করে এসেছি, সেগুলি সমস্ত দেশেরই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের মৌলিক কাঠামো হয়ে থাকা দরকার।
ঘেব্রিয়েসাস বলেছেন, প্রত্যেকটি ঘটনা খুঁজে বের করতে হবে, প্রত্যেকটি ঘটনাকে বিচ্ছিন্ন করতে হবে, প্রত্যেকটি ঘটনা পরীক্ষা করে দেখতে হবে এবং ।আক্রান্তের যত্ন নিতে হবে। প্রতিটি সংস্পর্শকে খুঁজে বের করে কোয়ারেন্টিন করতে হবে।