নয়াদিল্লি: Operation Sindoor অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন অভিজ্ঞ IPS অফিসার পরাগ জৈন। ভারতের গুপ্তচর সংস্থা Research and Analysis Wing (RAW)-র প্রধান নিযুক্ত হলেন তিনি। (Parag Jain)

১৯৮৯ ব্যাচের পঞ্জাব ক্যাডারের IPS অফিসার পরাগ। আগামী ১ জুলাই RAW-র প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। RAW-র বর্তমান প্রধান রবি সিনহা আগামী ৩০ জুন অবসর নিচ্ছেন। আর তার পরই দায়িত্বে আসবেন পরাগ। আগামী দু’বছর তিনিই RAW-কে নেতৃত্ব দেবেন। (Parag Jain to Head Raw)

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। নিরীহ পর্যটকদের বেছে বেছে হত্যা করে তারা। হিন্দু ধর্মাবলম্বী জেনেই হত্য়া করা হয় অধিকাংশ পর্যটককে। এক খ্রিস্টান ধর্মাবলম্বীকেও হত্যা করে জঙ্গিরা। বাধা দিতে গেলে স্থানীয় মুসলিম তরুণকেও খুন করে। সবমিলিয়ে ২৬ জনকে হত্যা করা হয়।

পহেলগাঁও হামলার জবাবেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে Operation Sindoor অভিযান চালায় ভারত। সেখানে পর পর জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর পর কার্যত সম্মুখসমরে অবতীর্ণ হয় ভারত ও পাকিস্তান। ১০ দিন ধরে সংঘাত চলার পর শেষ পর্যন্ত ১০ মে যুদ্ধবিরতির ঘোষণা হয়। 

আর সেই Operation Sindoor অভিযানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পরাগ। RAW-ক অন্যতম অভিজ্ঞ অফিসার তিনি, খাতায় কলমে দু’নম্বর। এই মুহূর্তে RAW-র এভিয়েশন রিসার্চ সেন্টার তাঁর অধীনে, যেখান থেকে আকাশপথে যাবতীয় নজরদারি চলে। 

প্রায় ২০ বছর ধরে কাজ করছেন পরাগ। সন্ত্রাস কবলিত পঞ্জাবে DIG, SSP-র পদ অলঙ্কৃত করেছেন। RAW-তে আসার পর মূলত পাকিস্তান ডেস্কেই কাজ করেছেন এতদিন। অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহারের সময় জম্মু ও কাশ্মীরে মোতায়েন ছিলেন। শ্রীলঙ্কাতেও কাজের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ সময় ছিলেন কানাডাতেও। সেখানে খালিস্তানপন্থীদের গতিবিধির উপর নজরদারি চালাতেন।

গত কয়েক বছরে RAW-কে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষ করে পড়শি দেশ বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশে পরিস্থিতি যে বেগতিক হচ্ছে, তা সময় থাকতে কেন টের পেল না RAW, ওঠে প্রশ্ন। একই ভাবে পহেলগাঁও হামলাতেও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে RAW-কে। পাক সেনা প্রধান আসিম মুনির বার বার হুমকি দিলেও, আগে থেকে কেন হামলার প্রস্তুতি টের পেল না তারা, সদুত্তর মেলেনি আজও।

দিল্লি সূত্রে খবর, Operation Sindoor অভিযানের আগে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিঘাঁটিগুলিকে চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পরাগ। Human Intelligence এবং Technical Intelligence, দুই ক্ষেত্রেই অভিজ্ঞ পরাগ। তাঁর হাতে RAW-এর ভোল পাল্টে যেতে পারে বলেও আশা অনেকের।