কম দামে বেশি কাজ। সম্প্রতি ফ্ল্যাগশিপ কিলার মার্কেট ধরতে এই নীতি নিয়েছে চিনা কোম্পানিগুলি। এবার সেই পথেই হেঁটেছে iqoo। বাজারে এল তাদের নতুন বাজেট ফ্ল্যাগশিপ ফোন iqoo 7 5G ও iqoo 7 legend 5G। আগামী ১ মে অ্যামাজনে শুরু হচ্ছে এর অগ্রিম বুকিং।


কোম্পানি জানিয়েছে, iqoo 7 5G সংস্থার ডুয়েল চিপ মনস্টার ফোন। এই নতুন মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট। যার জন্য প্রসেসর নিয়ে ভাবতে হবে না ক্রেতাদের। ডিসপ্লের ক্ষেত্রেও ১২০ হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট। সঙ্গে ক্লিয়ার ব্ল্যাকসের জন্য অ্যমোলেড ডিসপ্লে। যা স্বাভাবিকভাবেই ক্রেতাদের উৎসাহ বাড়িয়েছে।


অনলাইন সাইটের টিজার বলছে, iqoo 7 5G মডেলের দাম শুরু হবে ২৭,৯৯০ টাকা থেকে। ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে নতুন এই ফোনে। ফোন ১০০ শতাংশ চার্জ করা যাবে মাত্র ৩০ মিনিটে। ফোন ঠান্ডা রাখার জন্য ৬০০০ এমএম-এর গ্রাফাইট লেয়ার রয়েছে স্ক্রিনের তলায়। টেক ব্লগাররা বলছেন, গেমিংয়ের ক্ষেত্রে অনেক বড় কোম্পানিকেই মাত দিতে পারে এই নতুন ফোন। কারণ এতে রয়েছে ৪ডি গেম ভাইব্রেশন মোড।


রিফ্রেশ রেট ভালো হওয়ায় ফ্রেম ড্রপ হওয়ার সম্ভাবনা কম এই ফোনে। রয়েছে এইচডিআর-এর সুবিধা। প্রয়োজনে RAM বাড়ানো যাবে ফোনে। কোনও ক্ষেত্রে ৮জিবি থেকে ১১জিবি তো কোনও ক্ষেত্রে ১২ জিবি থেকে ১৫ জিবি করা যাবে RAM মেমরি।ক্যামেরারর ক্ষেত্রেও নিরাশ করেনি নতুন এই ফোন। সিরিজে রয়েছে ৪৮ মেগাপিক্সলের মেইন সেন্সর। যার মধ্যে থাকছে 'অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন'(OIS)-এর সুবিধা। ভিডিয়োর ক্ষেত্রে খুব কাজে দেয় এই 'অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন'(OIS)।


ছবি তুলতে বা ভিডিয়ো করতে গিয়ে হাত নড়লে সামলে দেয়(OIS)। আদতে এটি একটি ফিজিক্যাল মেকানিজম। অনেকে ফোনে ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (OIS) থাকে না। বেশিরভাগ কোম্পানি নিজেদের ফ্ল্যাগশিপ ফোনেই এই ক্যামেরা মেকানিজম দেয়। এছাড়াও ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। পাশাপাশি ভালো ছবি তুলতে রাখা হয়েছে ২ মেগাপিক্সেলের মোনো ক্যামেরা। অনেকেই বেশি দাম দিলেও ক্যামেরার নাইট মোড অপশন নিয়ে অসন্তুষ্ট থাকেন। তাঁদের জন্য ফোনে দেওয়া হয়েছে 'এক্সট্রিম নাইট ভিশন ক্যামেরা'।


এদিকে, iqoo 7 legend 5G কে কিলার ফোন হিসাবে মার্কেটে নামাচ্ছে আইকু। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট। যার দাম শুরু হয়েছে ৩৯,৯৯০ টাকা থেকে। এতেও ৬৬ ওয়াটের ফ্ল্যাশ চার্জিংয়ের পাশাপাশি ১২০ হার্টজের স্মার্ট রিফ্রেশ রেট।