ইজরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধে বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। জি-৭ বৈঠকের মাঝেই কানাডা ছেড়ে ওয়াশিংটন ফেরেন ডোনাল্ড ট্রাম্প। তখনই জল্পনা তুঙ্গে ওঠে, তাহলে কি আমেরিকা তৎপর হয়ে উঠবে ইরান-ইজরায়েলের সংঘর্ষ বিরতির জন্য? কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভুল ভাঙান ট্রাম্প। বলেন, সংঘর্ষ বিরতি নয় আরও বড় কিছু হতে চলেছে ! এদিকে, ইজরায়েলও একটি বড়সড় ঘোষণা করে বসেছে। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশেরই এক উচ্চপদস্থ আধিকারিকের দাবি, আমেরিকা শীঘ্রই ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়িয়ে লড়াই শুরু করবে। আর কয়েক ঘণ্টার মধ্যেই তা পরিষ্কার হয়ে যাবে বলে দাবি করে ইজরায়েল। তবে অন্য সুর ট্রাম্পের গলায়।
টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, একজন ইজরায়েলি সরকারি আধিকারিকই জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার অবস্থান আগামী ২৪-৪৮ ঘণ্টা মধ্যে জানা যাবে। তিনি বলেন, "আশা করা হচ্ছে যে আমেরিকা এই যুদ্ধে যোগ দেবে, কিন্তু কেউ তাদের উপর চাপ দিচ্ছে না। আমেরিকার সিদ্ধান্ত একেবারেই তাদের নিজস্ব"
এদিকে হোয়াইট হাউস সূত্রে খবর, ২৪-৪৮ ঘণ্টা নয়, ইরান সম্পর্কে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এর মধ্য়েই বেঞ্জামিন নেতানিয়াহু হুঙ্কার দিয়েছেন, ইরানের প্রতিটি পারমাণবিক ঘাঁটি ধ্বংস করা হবে। এতে যোগদান করা বা না করা আমেরিকার সিদ্ধান্ত।
এই আবহেই এবার ইরান-ইজরায়েল যুদ্ধ প্রসঙ্গে হস্তক্ষেপ করলে গুরুতর পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিল রাশিয়া। যুদ্ধ পরিস্থিতিতে হাওয়া দিচ্ছে আমেরিকা, এমনই দাবি করেছে উত্তর কোরিয়া। অন্য়দিকে পারমাণবিক ঘাঁটিতে হামলার চালানোর বিরোধিতা করেছে চিনও। এমনও আশঙ্কা করা হচ্ছে, ইতিমধ্যেই ইরানের পাশে দাঁড়িয়ে বোয়িং বিমান পাঠাচ্ছে চিন। তেমনই খবর ফক্স নিউজ সূত্রে। প্রতিবেদনে দাবি, পাঁচটি বোয়িং ৭৪৭ বিমান চিন থেকে উড়ে গিয়েছে ইরানের দিকে।
ইতিমধ্যেই ইরান ইজরায়েলের যুদ্ধে অষ্টম দিনে পৌঁছে গিয়েছে। উত্তেজনা প্রশমনের নাম নেই। বরং উত্তরোত্তর বাড়ছে সংঘাত। সূত্প্ররের খবর, খামেনেইয়ের বাঙ্কার এলাকা লবিজানে হামলা চালিয়েছে ইজরায়েল। পাশাপাশি ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের তালেশান গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইজরায়েলের তরফে।
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, এখন ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ কেউ নিরাপদ নয়। অন্যদিকে, দেশবাসীর উদ্দেশ্য়ে খামেনেই বার্তা দিয়ে জানিয়েছেন, শত্রুকে ভয় পেও না, জয় আমাদের হবেই।