তেহরান : তেহরানের আকাশ-সীমার নিয়ন্ত্রণ নিয়েছে ইজরায়েল বায়ুসেনা। আগেই এমন দাবি করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের উপর লাগাতার আঘাত হানছে ইজরায়েল। পাল্টা আক্রমণ শানাচ্ছে ইরানও। এই পরিস্থিতিতে গতকালই ইরানের উদ্দেশে হুঙ্কার ছেড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে 'নিঃশর্ত আত্মসমর্পণ' করতে বলেছেন। শুধু তা-ই নয়, ট্রাম্পকে এমনও বলতে শোনা গিয়েছে যে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই কোথায় লুকিয়ে আছে জানলেও, এখনও তাঁকে হত্যার কথা ভাবা হচ্ছে না । এদিকে যুদ্ধের ষষ্ঠ দিনে তেহরান ইজরায়েলে বড় ক্ষময়ক্ষতি লক্ষ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর পাশাপাশি পাল্টা হুঙ্কার ছেড়েছেন খামেনেই।

এক্স হ্যান্ডেলের একটি পোস্টে খামেনেই লিখেছেন, "আল্লার নামে বলছি, যুদ্ধ শুরু হয়ে গেছে।" অপর একটি পোস্টে তিনি লিখেছেন, "জঙ্গি ইহুদি শাসন-ব্যবস্থাকে জোরালো জবাব দেবে ইরান। ইহুদিদের কোনও ক্ষমা দেখানো হবে না।" ইরানের Revolutionary Guard Corps বুধবারই দাবি করেছে যে, ইজরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় হাইপারসোনিক মিসাইল ব্যবহার করা হয়েছে। এমন একটা সময়ে হুঙ্কার খামেনেইয়ের। অপর একটি পোস্টে তিনি আমেরিকাকে সতর্ক করে দিয়ে লেখেন, "ইরান, ইরানের জাতি ও ইতিহাস সম্পর্কে অবগত মানুষজন কখনো এই জাতিকে হুমকির ভাষায় কথা বলেন না, কারণ তাঁরা জানেন, ইরানি জাতি আত্মসমর্পণ করতে পারবে না। আর আমেরিকানদের জানা উচিত যে মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতির কারণ হবে।"

গতকালই ইরানের উদ্দেশে ট্রাম্প হুঙ্কার ছাড়েন, "নিঃশর্ত আত্মসমর্পণ" করতে হবে। Truth Social -এ তিনি লেখেন, "আমরা জানি ঠিক কোথায় তথাকথিত 'সর্বোচ্চ নেতা' লুকিয়ে আছেন। উনি খুব সহজ টার্গেট, কিন্তু ওখানে নিরাপদে আছেন-আমরা ওঁকে হত্যা করব না, অন্তত এখনকার মতো নয়।" তাঁর সংযোজন, "আমরা সাধারণ নাগরিক বা আমেরিকার জওয়ানদের উপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক চাই না। আমাদের ধৈর্য্য ক্রমশ ভেঙে যাচ্ছে।" পাশাপাশি তিনি একটি পোস্টে বড় হাতে লেখেন, "UNCONDITIONAL SURRENDER!" অর্থাৎ, ইরানের কাছে "নিঃশর্ত আত্মসমর্পণ" চান তিনি। সাংবাদিকদের তিনি বলেন, "আমি বলছি না আমি সংঘর্ষবিরতি চাই। সংঘর্ষবিরতির থেকেও ভালো কিছু চাইছি। ওদের এই ডিলটা করা উচিত। আমি ওদের বলেছি, এই ডিলটা করুন। তাই আমি জানি না। সমঝোতা করার মতো মেজাজে আমি নেই।" Iran-Israel Conflict News