নয়া দিল্লি: ইরানের রাস্তাঘাটে ‘মোল্লাতন্ত্র নিপাত যাক’ বলার ভয়াল ‘শাস্তি’র মুখে ইরানিরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই দাবি করেছেন, দেশে গণবিক্ষোভের জেরে মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার মানুষের। যদিও রিপোর্ট অনুসারে, এই সংখ্যাটা আসলে ১৬ হাজারেরও বেশি। 

Continues below advertisement

এদিকে ইরানের কারাগারে বন্দিদের সঙ্গেও ভয়ঙ্কর অত্যাচার চালাচ্ছে বলে খবর। বন্দীদের বরফ ঠান্ডায় নগ্ন করে রাখার এবং বন্দীদের অজ্ঞাত পদার্থ ইনজেকশন দেওয়ার ঘটনা সামনে আসছে। বিষাক্ত পদার্থ ভরে দেওয়া হচ্ছে ইনজেকশনের মাধ্যমে, এমনই অভিযোগ। পাচার করা ভিডিও, অজ্ঞাত পরিচয় ফোন করল এবং স্টারলিঙ্কের মাধ্যমে পাঠানো আবছা বার্তা থেকে জানা যাচ্ছে এগুলি। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে নিশানা করে তোপ দেগেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরেই ট্রাম্পকে সতর্কবার্তা দিল ইরান। খামেনেই-এর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হলে আমেরিকার পুরো সাম্রাজ্যে ‘আগুন লাগিয়ে দেওয়া হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।

Continues below advertisement

খামেনেইকে ‘অসুস্থ মানুষ’ বলেও অভিহিত করেছেন ট্রাম্প। একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, দীর্ঘ প্রায় ৪০ বছরের শাসনের অবসান ঘটিয়ে ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় হয়েছে । ইরানের বর্তমান শাসনব্যবস্থা কেবল হিংসা আর দমনের উপরে টিকে রয়েছে বলেও দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই প্রসঙ্গেই এমন হুমকি খামেইনির। 

গত ২৮ ডিসেম্বর থেকেই উত্তপ্ত ইরান। সেখানে চলা সরকার বিরোধী আন্দোলনে ব্যাপক রক্তপাত হয়েছে। সেখানে ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে একাধিক মানবাধিকার সংগঠন। এই বিক্ষোভ দমন করতে কড়া পদক্ষেপ করেছে ইরানের প্রশাসন। সেই দেশের সরকার সংযত না হলে আমেরিকা সামরিক হস্তক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। প্রথম থেকেই অভিযোগ ছিল, বিক্ষোভ রুখতে হিংসাত্মক দমন-পীড়ন চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। নির্বিচারে চালানো হচ্ছে গুলি।

ডিসেম্বরের শেষ সপ্তাহে ইরানে শুরু হওয়া খামেইনি-বিরোধী বিক্ষোভ ছিল ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর থেকে সবচেয়ে মারাত্মক। ভেঙে পড়া অর্থনীতির বিরুদ্ধে বিক্ষোভের ফলে যা শুরু হয়েছিল তা ৪৫ বছর ধরে ইরান শাসনকারী ধর্মীয় শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জে পরিণত হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরানি অফিসারকে রয়টার্সকে জানিয়েছেন যে কর্তৃপক্ষ ইরানে বিক্ষোভে কমপক্ষে ৫,০০০ জন নিহত হয়েছে, যার মধ্যে প্রায় ৫০০ জন নিরাপত্তা কর্মীও রয়েছেন বলে নিশ্চিত করেছে।