ইসলামাবাদের বিখ্যাত লাল মসজিদের ইমাম মওলানা আব্দুল আজিজ। এই ইমামের মন্তব্য নিয়ে এর আগেও নানা বিতর্ক বেঁধেছে। জানা যায়, পাকিস্তানে এঁর অনুগামীর সংখ্যাও প্রচুর। প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে অনুগামীদের সামনে বক্তব্য রাখেন তিনি। হালে ভারত -পাকিস্তানের মধ্যে হুঙ্কার-পাল্টা হুঙ্কারের আবহে, এই ইমাম সম্ভাব্য যুদ্ধ নিয়ে তাঁর অনুগামীদের সঙ্গে কথা বলেন।  তিনি জিজ্ঞাসা করেন, ভারত ও পাকিস্তানের যুদ্ধ হলে আপনাদের মধ্যে কতজন পাকিস্তানের সঙ্গে থাকবেন? তখন নাকি  খুব কম লোকই হাত তুলেছিল। আবার কোনও কোনও সূত্র বলছে, একটিও হাত নাকি ওপরে ওঠেনি। তখনই  লাল মসজিদের ইমাম বলেন, এর অর্থ এখন আপনারা বুঝতে শুরু করেছেন...।

মওলানা আব্দুল আজিজ জোর দিয়ে বলেন, হিন্দুস্তান ও পাকিস্তানের যুদ্ধ ইসলামের যুদ্ধ নয়। পাকিস্তানের যুদ্ধ জাতীয়তাবাদের জন্য। এখন পাকিস্তানে চলছে 'জালিমদের শাসন'। ইমামের মতে, 'হিন্দুস্তানে এত জুলুম নেই। যতটা পাকিস্তানে হচ্ছে। ' তিনি আরও বলেন,  ভারত কখনওই লাল মসজিদ এবং ওয়াজিরিস্তানে বোমা হামলা করেনি।

'ভারতে ইসলামের অবস্থা পাকিস্তানের চেয়ে অনেক ভালো'মওলানা আব্দুল আজিজ বলেন, বালোচ, পখতুন এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) -এর কর্মীরা পাকিস্তানি সেনাবাহিনীর জুলুমে ত্রস্ত হয়ে আছে। এরা সবাই সেনাবাহিনীর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। তিনি বলেন, এঁদের উপর প্রতিদিন অত্যাচার হচ্ছে। তাঁদের জোর করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। গায়েব করে দেওয়া হচ্ছে। রোজ রোজ অন্যায় হচ্ছে। অন্যদিকে, পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছে  অথচ ভারতে ইসলামের অবস্থা পাকিস্তানের চেয়ে অনেক ভালো। 

'পাকিস্তানের মুসলমানদের উপর লাল মসজিদের গভীর প্রভাব'ইসলামাবাদের লাল মসজিদ বেশ বিখ্যাত। এই ধর্মস্থান ১৯৬০-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল। পাকিস্তানের মুসলমানদের উপর এই মসজিদ এবং এর ইমামের গভীর প্রভাব রয়েছে বলে জানা যায়। যদিও, লাল মসজিদ দীর্ঘদিন ধরে, চরমপন্থী কর্মকাণ্ডের জন্য আলোচনায় রয়েছে। বর্তমান ইমাম মওলানা আব্দুল আজিজ ভারতের সঙ্গে যুদ্ধের সমর্থন করেন না বলে জানিয়েছেন। তিনি তার এক বক্তৃতায় এও বলেছেন যে পাকিস্তানে তাঁদের উপর দমন-পীড়ন ভারতের চেয়ে বেশি। 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও  ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পাকিস্তানের লাহৌরে অবস্থিত লাল মসজিদের মওলানা ও ইমাম আব্দুল্লাহ আজিজ ভারতের সঙ্গে যুদ্ধে সায় না দেওয়ার কথা বলেছেন। ইমাম বারবার পাকিস্তানের সেনাবাহিনীর উপর তাঁর বিরূপ মনোভাব স্পষ্ট করেছেন।