নয়াদিল্লি : যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরল প্রথম দল। শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হল। দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিমানবন্দরে তাঁদের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলেন তিনি।


 






'অপারেশন অজয়'-এ যুদ্ধবিধ্বস্ত ভারতীয়দের ইজরায়েল থেকে ফেরানো হয়। বৃহস্পতিবার সন্ধেয় তেল আভিভের বেন গুরিও বিমানবন্দর থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের নিয়ে ছাড়ে বিমান। তাতে ২১১ জন প্রাপ্ত বয়স্ক ও এক শিশু ছিল। 


শনিবার থেকে ইজরায়েলে টানা হামলা চালিয়ে যাচ্ছে হামাস। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলও। যার জেরে ইতিমধ্যেই আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ইজরায়েল বসবাসকারী বিদেশিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। একে তো দেশ থেকে এত দূরে, তার উপর এই পরিস্থিতি। এমন একটা সময়ে ভারতীয়দের দেশের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।


'অপারেশন অজয়'-এ ইজরায়েল থেকে এক শিশুকে নিয়ে দেশে ফিরেছেন এক মহিলা। তিনি সেখানকার আতঙ্কজনক পরিস্থিতির কথা সংবাদ সসংস্থা ANI-এর কাছে বর্ণনা করেন। বলেন, "হামলার প্রথম দিনে, আমরা তখন ঘুমিয়েছিলাম। সকাল সাড়ে ৬টার সময় সাইরেন বেজে ওঠে। আমরা শেল্টারের দিকে ছুটে যাই তখন। খুব কঠিন ছিল বিষয়টি, কিন্তু আমরা কোনও রকমে সেখানে পৌঁছাই। এখন আমরা চিন্তামুক্ত। এরজন্য ভারত সরকারকে ধন্যবাদ।"