নয়াদিল্লি: দুই মাসের যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে ইতিমধ্যেই। নিত্যদিন হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। সেই আবহে এবার গাজায় যুদ্ধবিরতির পক্ষে দাবি আরও জোরাল হল। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় গাজায় মানবিক যুদ্ধবিরতির পক্ষে ভোট দিল ভারত। শুধু ভারতই নয়, অস্ট্রেলিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, ইরান, ফ্রান্স, জাপান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, সৌদি আরবের মতো দেশও অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবকে সমর্থন করেছে। পাশাপাশি সমস্ত পণবন্দি মানুষজনের নিঃশর্ত মুক্তির প্রস্তাবেও সমর্থন জমা পড়েছে। (Israel Hamas War)
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, "এই মুহূর্তে বৃহত্তর মানবিক সঙ্কট দেখা দিয়েছে। বহু সংখ্যক নিরীহ মানুষ, বিশেষ করে মহিলা এবং শিশুদের প্রাণহানি হয়েছে।" এর আগে যদিও যুদ্ধবিরতির প্রশ্নে ভোটদান থেকে বিরত ছিল ভারত। (Israel Palestine Conflict)
রাষ্ট্রপুঞ্জে যুদ্ধবিরতির বিপক্ষে ভোট দিয়েছে ইজরায়েল, আমেরিকা, অস্ট্রিয়া, প্যারাগুয়ে, পাপুয়া নিউ গিনির মতো দেশ। ভোটদান থেকে বিরত থেকেছে আর্জেন্টিনা, বুলগেরিয়া, জর্জিয়া, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, পানামা, রোমানিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন, ব্রিটেন, উরুগুয়ের মতো দেশ। তবে যুদ্ধবিরতির বিপক্ষে ভোটদান করলেও, গাজায় লাগাতার হামলা চালানো নিয়ে ইজরায়েলকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা।
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মঙ্গলবার। বাইডেন জানিয়েছেন, গাজায় যেভাবে নির্বিচারে বোমাবর্ষণ করে চলেছে ইজরায়েল, তাতে আন্তর্জাতিক মহলে সমর্থন খোয়ানোর দিকে এগোচ্ছে তারা। শুধু তাই নয়, প্যালেস্তাইন নিয়ে অবিলম্বে অবস্থান পাল্টানো উচিত নেতানিয়াহুর। যদিও নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধ পরবর্তী সময়ে গাজায় শাসনকার্য চালানো নিয়েই মতভেদ দেখা দিয়েছে।
গত ৭ অক্টোবর গাজা থেকে হামাস ইজরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ার পর এযাবৎ ইজরায়েলকে সমর্থন করে এসেছে। এই প্রথম তাদের মধ্যে মতভেদের খবর সামনে এল। আমেরিকার সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি বৈঠকে সরাসরি ইজরায়েলের সমালোচনা করেন বাইডেন। তিনি জানান, গোড়ার দিকে অধিকাংশ দেশই ইজরায়েলের সমর্থনে এগিয়ে এসেছিল। কিন্তু যেভাবে নির্বিচারে গাজায় বোমাবর্ষণ করে চলেছে ইজরায়েল, তাতে সমর্থন হারাচ্ছে তারা।
গত দু'মাসের যুদ্ধে এখনও পর্যন্ত গাজায় ১৮ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছে, যাঁদের মধ্যে অধিকাংশই নিরীহ নাগরিক। ওয়েস্ট ব্যাঙ্কেও প্রায় ৩০০ মানুষ এখনও পর্যন্ত মারা গিয়েছেন বলে খবর। ইজরায়েলি হামলায় তাঁদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য দফতর। ইজরায়েলের তরফে প্রাণহানি হয়েছে ১২০০ মানুষের। এমন পরিস্থিতিতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির প্রস্তাব জমা পড়েছে রাষ্ট্রপুঞ্জে।