বুধবার একটি খুব বিশেষ দিন, এই দিনে ভগবান গণেশের পূজা করা খুব ফলদায়ক বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক বুধবার কী কী বিশেষ ব্যবস্থা নিতে হবে। বুধবার ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। এছাড়াও,  যদি আপনার বুধ গ্রহ  দুর্বল থাকে তবে বুধবার অবশ্যই এর জন্য কিছু নিশ্চিত প্রতিকার করুন। তাও সহজ উপায়ে। 


বুধ গ্রহকে শান্ত করতে বুধবার গণেশকে সবুজ মুগ বা সবুজ মুগ ডাল দান করুন। এতে করে বুধ গ্রহের অবস্থান মজবুত হয়। এই দিনে মুগ ডাল খেলে তা খুবই উপকারী বলে মনে করা হয়। 


বুধবার সিদ্ধিদাতা ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। ঋণ থেকে মুক্তি পেতে এই দিনে গণেশের পুজো করুন। এছাড়াও, বুধবার গণেশ স্তোত্র পাঠ করতে ভুলবেন না। এতে করে ঋণ সংক্রান্ত সমস্যা থেকে শীঘ্রই মুক্তি পেতে পারেন। ঋণ সংক্রান্ত সঙ্কট কাটবে । সেই সঙ্গে জপ করুন , ‘বক্রতুণ্ড মহা কায় সূর্য কোটি সমপ্রভ নির্ভিগ্নাম কুরু মে দেবা সর্ব কার্যেসু সর্বদা।’ (वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ । निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ॥)


বুধবার ভগবান গণেশকে দূর্বা ঘাস অর্পণ করুন। দূর্বা ঘাস একটি সাধারণ ঘাস যা আমরা সহজেই যে কোনও জায়গায় পেতে পারেন। ১২ টি দূর্বা গিঁট বেঁধে, ভগবান গণেশের মাথায় অর্পণ করুন। এতে ভগবান গণেশ দ্রুত খুশি হন। 


ঝামেলা ও সমস্যা থেকে মুক্তি পেতে বুধবার গরুকে সবুজ পাতা খাওয়ান। যেমন পালং শাক, ঘাস ইত্যাদি। এতে করে জীবন থেকে কষ্ট দূর হয়। ৪ সপ্তাহ এই কাজটি করুন।  


আর মন্ত্র জপ করুন : 


একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম। বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।    

যাঁরা কিছুতেই পজিটিভ এনার্জি পাচ্ছেন না, তাঁরা জপ করুন ‘ওম হ্রিং গ্রিং হ্রিং’। এটি শক্তি বিনায়ক মন্ত্র।  ১০৮ বার পাঠ করলে শরীর মন ভাল হবে। মনের জোর পাবেন।  


আরও পড়ুন :


রহস্যময় এই শিব মন্দিরে প্রতিটি ইচ্ছা পূরণ হয় ভক্তদের! স্ট্যাম্প পেপারে মহাদেবের কাছে জমা পড়ে আবেদন

তথ্যসূত্র : ABP News 


দাবিত্যাগ: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com কোনো তথ্য অনুমোদন বা নিশ্চিত করে না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।