Israel Hamas War: অস্ত্রবোঝাই মার্কিন বিমান এসে পৌঁছল ইজরায়েলে
Israel Palestine War Live: পশ্চিম এশিয়ার অন্যতম বড় যুদ্ধ হতে চলেছে এখন চলা ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ। অবিরাম গোলা বর্ষণ, মিসাইল হামলার মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন দুপক্ষের অসংখ্য সাধারণ মানুষ।
না হামাসের। হামাস-হামলার পর থেকে গাজায় ঘরছাড়া ২ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ। দু’পক্ষের সংঘর্ষে মৃতদের মধ্যে ১২০০ জনই ইজরায়েলের। গাজায় এখনও পর্যন্ত সাড়ে ৯০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ইজরায়েলে হামাসের হামলায় নিহত বা নিখোঁজ ১৭ জন ব্রিটিশ নাগরিক, দাবি বিবিসির
আগেই ইজরায়েলকে খোলাখুলি সমর্থনের কথা ঘোষণা করেছে আমেরিকা। এবার ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই অস্ত্রবোঝাই মার্কিন বিমান এসে পৌঁছল ইজরায়েলে।
পণবন্দিদের ছেড়ে দেওয়া হোক, হামাসকে বার্তা দিলেন পোপ ফ্রান্সিস
গাজায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ইজরায়েল সেনা বিমানহানা চালিয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বেশকিছু ভবন ধূলিসাৎ হয়েছে বেল দাবি। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হামাসের যোগ রয়েছে বলে বারবার দাবি করা হয়েছিল।
বহু সাধারণ নাগরিককে পণবন্দি করেছে হামাস। ইজরায়েল গাজায় প্যালেস্তিনীয়দের উপর হামলা চালালে সেই পণবন্দিদের হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। হামাসের পণবন্দিদের মধ্যে রয়েছে বহু শিশুও।
ইজরায়েল-হামাস সংঘর্ষে আটকে পড়েছেন হাজার হাজার মানুষ। তাঁদের বার করে আনা এবং ওষুধ-সহ জরুরি জিনিস পৌঁছে দেওয়ার জন্য মিশরে মানব করিডর তৈরি করা হচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। যুদ্ধ-পরিস্থিতি নিয়ে জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসকে জঙ্গি গোষ্ঠী বলে দাবি করে ইজরায়েলকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
এই যুদ্ধের পরে হামাসের কোনওরকম সামরিক ক্ষমতাই থাকবে না, হুঁশিয়ারি ইজরায়েল সেনার তরফে
যুদ্ধ চলছে। অবরূদ্ধ গাজা। টান খাবার, জল, ওষুধে। গাজার পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ ডক্টর্স উইথআউট বর্ডাসের।
ইজরায়েল-হামাসের বিরামহীন সংঘর্ষ। ৫ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা ২ হাজার পার। আহতর সংখ্যা কমপক্ষে ৮ হাজার। গাজা সীমান্ত ফের কব্জা করল ইজরায়েলি সেনা। তেল আভিভে পাল্টা রকেট হানা হামাসের। যুদ্ধ-পরিস্থিতি নিয়ে মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের সঙ্গে কথা ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। হামাসকে জঙ্গি গোষ্ঠী বলে ইজরায়েলকে সব ধরনের সাহায্যের আশ্বাস বাইডেনের।
ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যেই পূর্ব ভূমধ্যসাগরে মার্কির রণতরী USS Gerald Ford
ইজরায়েল-হামাস যুদ্ধে এখনও পর্যন্ত মৃত্যু ১২০০ ইজরায়েলির, জখম প্রায় ২৭০০। জানাল ইজরায়েল সেনার মুখপাত্র
যুদ্ধের প্রভাবে ঘরছাড়া বহু। শুধুমাত্র গাজা থেকেই আড়াই লক্ষেরও বেশি বাসিন্দা ঘরছাড়া, জানাল UN
ইজরায়েল-হামাসের যুদ্ধে তপ্ত পশ্চিম এশিয়া। ইজরায়েলের মন্ত্রীর সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেনের।
হামাসের থেকে ফের ছিনিয়ে নেওয়া হয়েছে গাজা বর্ডার এলাকা, মঙ্গলবার রাতে এমনটাই দাবি করেছে ইজরায়েল সেনা।
যুদ্ধে প্রাণ যাচ্ছে নিরীহদের। শুধুমাত্র গাজা স্ট্রিপেই অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। মৃতদের মধ্যে রয়েছে শিশুরাও।
লেবানন থেকেও ইজরায়েলের দিকে রকেট-হামলা, দায় স্বীকার হামাসের। পাল্টা হেজবুল্লা-ঘাঁটির দিকেও হামলা চালিয়েছে ইজরায়েল।
প্রেক্ষাপট
ইজরায়েল-হামাস (Israel War) সংঘর্ষে কুরুক্ষেত্র মধ্য প্রাচ্য (Middle East)। কার্যত ধবংসস্তূপ গাজা সীমান্তবর্তী এলাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় হাজারের বেশি ও ইজরায়েলে ৮০০-র বেশি মানুষ মারা গিয়েছেন। সবমিলিয়ে ১৮০০-র বেশি মানুষ এখনও পর্যন্ত নিহত। আহতের সংখ্যা সাড়ে ৪ হাজারের বেশি। দেড় হাজার পণবন্দিকে হত্যার হুমকি দিয়েছে হামাস বাহিনী। যুদ্ধ ওরা শুরু করেছে, শেষ করব আমরা, পাল্টা হুঙ্কার ইজরায়েলের প্রধানমন্ত্রীর (PM of Israel)।
আকাশ জুড়ে আগুনের ঝলকানি। অবিরাম মিসাইল বর্ষণ। মুহুর্মুহু বোমা। কালো ধোঁয়ার কুণ্ডলী। কান ফাটানো শব্দ। বাতাসে বারুদ আর পোড়া গন্ধ। রাস্তা-ঘাটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ছিন্ন-বিচ্ছিন্ন মৃতদেহ। দিকে দিকে আহতদের আর্তনাদ। যুদ্ধের চতুর্থ দিনে ক্ষতবিক্ষত ইজরায়েল ও প্য়ালেস্তাইন-দুই দেশই। মধ্য়প্রাচ্য় যেন মৃত্য়ুপুরী।
গাজা ভূখণ্ড (Gaza Strip) কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্য়া। ইজরায়েলের ভয়ঙ্কর প্রত্য়াঘাতের মুখে দেড় হাজার পণবন্দিকে হত্যার হুমকি দিয়েছে হামাস। প্যালেস্তাইন এবং ইজ়রায়েলের মধ্যে সংঘাত দীর্ঘ দিনের। জেরুসালেম এবং গাজ়া স্ট্রিপের দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা লেগেই থাকে। গত শনিবার সকালে আচমকা ইজ়রায়েল ভূখণ্ডে ঢুকে প্যালেস্তাইনের হয়ে হামলা চালায় হামাস (Hamas) বাহিনী।
২০ মিনিটে প্রায় ৫ হাজার ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা। পাল্টা সরাসরি যুদ্ধ ঘোষণা করেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গোলা বর্ষণ। মুর্হুমুহু মর্টার হানা। গাজার রাস্তায় পড়ে রয়েছে হামাস-যোদ্ধাদের মৃতদেহ। শুধু রক্তক্ষয়ী হামলার কড়া জবাব দেওয়াই নয়, গাজ়াকে ভাতে মারারও পণ করেছে ইজ়রায়েল। খাবার, বিদ্যুৎ, পানীয় জল, জরুরি পরিষেবার জন্য তারা অনেকাংশেই ইজ়রায়েলের উপর নির্ভরশীল। সেই জরুরি পরিষেবা বন্ধ করেছে ইজ়রায়েল। ফলে, শুধু খাবার, পানীয় জলের অভাবই নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -