Israel Hamas War: অস্ত্রবোঝাই মার্কিন বিমান এসে পৌঁছল ইজরায়েলে

Israel Palestine War Live: পশ্চিম এশিয়ার অন্যতম বড় যুদ্ধ হতে চলেছে এখন চলা ইজরায়েল-প্যালেস্তাইনের যুদ্ধ। অবিরাম গোলা বর্ষণ, মিসাইল হামলার মাঝে পড়ে প্রাণ হারিয়েছেন দুপক্ষের অসংখ্য সাধারণ মানুষ।

ABP Ananda Last Updated: 11 Oct 2023 03:28 PM

প্রেক্ষাপট

ইজরায়েল-হামাস (Israel War) সংঘর্ষে কুরুক্ষেত্র মধ্য প্রাচ্য (Middle East)। কার্যত ধবংসস্তূপ গাজা সীমান্তবর্তী এলাকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় হাজারের বেশি ও ইজরায়েলে ৮০০-র বেশি...More

Israel Hamas War Live : গাজায় ঘরছাড়া ২ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ

না হামাসের। হামাস-হামলার পর থেকে গাজায় ঘরছাড়া ২ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ। দু’পক্ষের সংঘর্ষে মৃতদের মধ্যে ১২০০ জনই ইজরায়েলের। গাজায় এখনও পর্যন্ত সাড়ে ৯০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।