নয়া দিল্লি: পর পর বোমাবর্ষণ, কোথাও আছড়ে পড়ল মিসাইল, কোথাও বেজে উঠল সাইরেন। বোমার তীব্র আঘাতে কোথাও ভেঙে পড়ল সুবিশাল বহুতল, আকাশ ঢাকল কালো ধোঁয়ায়। কোথাও খালি হল মায়ের কোল, কোথাও কেঁদে উঠছে একাকী শিশু, সাদা চাদরে ঢাকা পড়ছে দেহ। এমনই ভয়ঙ্কর পরিস্থিতি মধ্যপ্রাচ্যে।

  


হেজবোল্লাকে নির্মূল করতে লেবাননে ঢুকে পড়ে অভিযান শুরু করেছে ইজরায়েল। জনবসতিপূর্ণ এলাকাতেও চলছে বোমাবাজি। তবে ১৮ বছর পর এই প্রথম বেইরুটে বোমাবর্ষণ করল ইজরায়েল। সূত্রের খবর, এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৬ জনের। ইরানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন হেজবোল্লাকে খতম করতে লেবাননে আক্রমণ জারি রেখেছে ইজরায়েল। 


রয়টার্সের সূত্রে খবর ইরান ও ইসরায়েলের প্রতিবেশী দেশ জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যভ্রষ্ট করতে দেখেন তাঁদের সংবাদমাধ্যমের কর্মীরা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বার্তা দিয়ে দেশের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানায়। একই সঙ্গে স্থানীয় সেনা কমান্ডের নির্দেশনা অনুসরণ করতে বলে। ‘সাইরেন শুনলে আপনাকে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে,’ বলা হয় বার্তায়।


 






গোটা লেবানন জুড়ে এদিন ইজরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৬ জন।গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদি দেশটিতে একাধিকবার হামলা চালিয়েছে হেজবোল্লা। গাজায় হামাসকে সমর্থন জানিয়েই এই আক্রমণ শানানো হচ্ছে, এমনটাই একটি বার্তায় বলা হয়েছিল। 


পাশাপাশি লোহিত সাগর উত্তপ্ত করে রেখেছে ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হাউথিরা। কয়েক মাস আগেই তারা তেল আভিভের মার্কিন দূতাবাসের সামনে ড্রোন হামলা চালায়। সেখানেও ঘটে প্রাণহানি। আর এদের মাথায় রয়েছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইজরায়েলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে তেহরান।                                                  


এদিকে, মধ্যপ্রাচ্যে সঙ্কট নিয়ে জরুরি বৈঠকে জি সেভেন। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনা। ইজরায়েলে হামলা চালিয়ে ভুল করেছে তেহরান, প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্টের।  


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে