নয়াদিল্লি: দেবী দুর্গার ছবিতে আপত্তিকর ক্যাপশন পোস্ট করায় ক্ষমা চাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর পুত্র ইয়াইর নেতানইয়াহু। ইয়াইর সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। সেখানে বাবার বিভিন্ন নিয়ম-নীতিকে সমর্থন করেন তিনি। গত রবিবার দুর্গার একটি ছবি পোস্ট করে দেবীর মুখের উপর সুপার-ইমপোজ করে বসিয়ে দেন বাবার দুর্নীতি সংক্রান্ত মামলার উকিল লিয়াত বেন আরি-র মুখ। দেবীর অনেকগুলি উত্তোলিত হাতে মধ্যমা আঙুলটি উত্থিত, যা অশ্লীল অর্থবাহী। আবার অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলবিটের মুখ বসিয়ে দেন বাঘের মুখের উপর। ক্যাপশনে লেখেন, ওরে ঘৃণ্য লোকগুলো, তোরা নিজের জায়গাটা আগে ভালো করে জান! ভারতীয়দের তরফে এর প্রবল প্রতিবাদ জানানো হয়।
তারপরই ইয়াইর ট্যুইট করেন, আমি ইজরায়েলের কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সমালোচনা করার জন্য স্যাটায়ার পেজে মেমে হিসেবে ছবিটি পোস্ট করেছিলাম। এটা করতে গিয়ে আমি মহান হিন্দু বিশ্বাসে আঘাত করে ফেলেছি,বুঝতে পারিনি। ভারত থেকে আমার বন্ধুরা ক্রমাগত আমাকে বিষয়টি জানাতে শুরু করেন। ভুল বুঝতে পেরেই আমি সঙ্গে সঙ্গে ছবিটি তুলে নিয়েছি। ক্ষমা চাইছি।
ভারতে তো বটেই বিশ্বের নানা প্রান্তেই ছবিটির পোস্ট নিয়ে সমালোচনা হয়। তবে ইয়াইরের ক্ষমা চাওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছেন ইজরায়েলের একাংশ।
স্থানীয় মিডিয়ার খবর, চলতি মাসে এর আগেও ইয়াইরকে ক্ষমা চাইতে হয় সাংবাদিক ডানা ওয়েইসের কাছে। যৌনতা সংক্রান্ত লেনদেনের মাধ্য়মেই দেশের শীর্ষ নিউজ অ্য়াঙ্কর হয়েছেন ডানা, এমনই ইঙ্গিত করেছিলেন ইয়াইর।
দুর্গার ছবিতে আপত্তিকর ক্য়াপশন, হিন্দু ভাবাবেগে আঘাত করায় ক্ষমা চাইলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানইয়াহুর ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2020 07:50 PM (IST)
স্থানীয় মিডিয়ার খবর, চলতি মাসে এর আগেও ইয়াইরকে ক্ষমা চাইতে হয় সাংবাদিক ডানা ওয়েইসের কাছে। যৌনতা সংক্রান্ত লেনদেনের মাধ্য়মেই দেশের শীর্ষ নিউজ অ্য়াঙ্কর হয়েছেন ডানা, এমনই ইঙ্গিত করেছিলেন ইয়াইর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -