Iran Israel War: এই মাসের শুরুতেই ইরানের শীর্ষস্থানীয় আধিকারিকদের হুমকি দিয়েছিলেন ইজরায়েলের ইন্টেলিজেন্স বিভাগের এজেন্টরা ! স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে যান নাহলে বেঘোরে মারা পড়বেন, এই হুমকি এসেছিল ইজরায়েলের কাছ থেকে। আর এই অডিও ক্লিপ সম্প্রতি ফাঁস হয়েছে, ওয়াশিংটন পোস্ট কর্তৃক এই অডিও ক্লিপ পাওয়া গিয়েছে এবং জানা গিয়েছে এই হুমকি আদপে অপারেশন রাইজিং লায়নের একটি অংশ ছিল। ইজরায়েল যখন ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসের জন্য হামলা চালায়, সেই সময়ে ১৩ জুন এই অপারেশন শুরু করে ইজরায়েল।

ইরানের আধিকারিকদের একটানা ২০ বার ফোন করে হুমকি দিয়েছিল ইজরায়েলের বেশ কিছু ইন্টেলিজেন্স এজেন্ট। এরই মধ্যে একটি ফোনে ইরানের এক আধিকারিক তথা এক প্রবীণ ইসলামিক রেভোলিউশনারি গার্ড কপস জেনারেলকে ইজরায়েলের এক এজেন্ট হুমকি দেন, 'আপনার হাতে মাত্র ১২ ঘণ্টা সময় আছে, স্ত্রী সন্তানদের নিয়ে পালানোর জন্য। নাহলে আপনি আমাদের তালিকায় রয়েছেন এখন। আপনার গলার শিরার থেকেও কাছাকাছি রয়েছি আমরা আপনার। মাথায় এটা ঢুকিয়ে নিন, আল্লা আপনাকে হয়ত রক্ষা করবে।'

এই ব্যক্তি ফোনের ওপার থেকে দাবি করেছিল যে তারা সেই দেশ থেকে ফোন করছেন যেখানে কিছুক্ষণ আগে হোসেইন সালামি, মহম্মদ বাঘেরি এবং আলি শামখানি সহ শীর্ষ আইআরজিসি কর্মকর্তাদের হত্যা করা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যদিও পরে দাবি করে যে, শামখানি এই হামলার পরে বেঁচে গিয়েছিলেন।

এই ফোনের হুমকিতে সেই ইজরায়েলি এজেন্ট জানায়, 'আপনি কি তাদেরই মত একজন হতে চান ? সেই তালিকার পরের ব্যক্তিই হতে চান আপনি ? আপনার স্ত্রী সন্তানকেও ধ্বংস করতে চান ?' আর এর উত্তরে ইরানের আধিকারিক জিজ্ঞাসা করেন যে তাহলে তাঁর কী করা উচিত। আর তখন সেই এজেন্ট তাঁকে বলেন যে যদি সেই ব্যক্তি ইরানের শাসনব্যবস্থার নিন্দা করে একটি ভিডিয়ো রেকর্ড করে টেলিগ্রামের মাধ্যমে পাঠানোর নির্দেশ দেয়। ভিডিয়োটি তৈরি করা হয়েছিল কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

ইরানের নেতৃত্বকে অস্থিতিশীল করা, সম্ভাব্য উত্তরসূরিদের পদত্যাগ থেকে বিরত রাখার লক্ষ্যে ইজরায়েল ফারসি ভাষায় হুমকি দিয়েছিল। এর লক্ষ্য ছিল মধ্য এবং উচ্চ পর্যায়ের কমান্ডাররা। ইজরায়েলি সূত্র জানিয়েছে যে দ্বিতীয় ও তৃতীয় স্তরের কর্মকর্তাদের মধ্যে ভয় জাগানোর জন্যই এই কাজ করা হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খমেনেই সরকারের অস্থিতিশীল কমান্ডারদের সরিয়ে দেওয়া আরও কঠিন করে তুলেছে এই সিদ্ধান্ত। ইজরায়েলি কর্মীরা কেবল ফোন কলই নয়, বাড়িতে পাঠানো নোট এবং স্বামী/স্ত্রীর মাধ্যমে পাঠানো বার্তাও ব্যবহার করেছে সতর্ক করার জন্য।